বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা সবাইকে। বিজয় দিবসের আগের কয়েকটি র্যালীর অভিজ্ঞতা থেকেই জানি, কিছু কিছু ব্লগার আছেন যারা নির্ধারিত সময়ের মধ্যেই কখনো তার আগে এসেই উপস্থিত হন, জাদুঘরের সামনে। এমনটা ঘটল এইবারেও, মিরপুর থেকে পুলিশ আর র্যাবের নানান বাধার দেয়ার পেরিয়ে যখন পৌছলাম তখন অনেক ব্লগারই বেশ জম্পেশ একটা আয়োজন করে ফেলেছেন। ফলে আমার প্রথম কাজটি ছিল তাদের ছবি তোলা।
এর মধে জানা, আরিল্ডও চলে এসেছিলেন, পিছনে আবছা করে দেখা যাচ্ছে এবারের ব্যানার। এর ডিজাইনারকে অশেষ ধন্যবাদ দেবার আছে। তিনি খুব পরিশ্রম করে কাজটি করেছেন। আলমাসকে এই সুযোগে ধন্যবাদ দেয়াটা জরুরী।
র্যালী শুরু করার আগে আগেই প্রথম ফটোসেশনটুকু করে নেয়া জরুরী ছিল। এছাড়া আমরা বাকীদের আসার জন্যও অপেক্ষা করছিলাম।
আর হ্যা ভাইবোনবন্ধুরা আপনারা বামে দেখতে পাচ্ছেন বাংলা সিনেমার নতুন সেনসেশন কল্পনা জসিম এবং ডান দিকে দেখতে পাচ্ছেন দুলাভাই চরিত্রে আলোড়ন সৃষ্টিকারী মিলটন ভাইকে
বুঝতেই পারছেন আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি অতিদ্রুত রওনা দিয়েছি টিএসসির দিকে।
আমাদের অগ্রযাত্রায় রয়েছেন তিনজন ফুটফুটে শিশু
রাজু ভাষ্কর্যের কাছাকাছি পৌছতে পৌছতেই ব্লগারদের আনন্দ আর উত্তেজনা বেড়ে গেল কয়েকগুণ, এস আর জনিকে ধরে রাখাই মুশকিল হয়ে গেল।
আমরা অবস্থান নিলাম রাজ ভাষ্কর্যের পাদদেশে, আর আমাদের সাথে যুক্ত হলেন...
বাজিয়ের দল, ব্লগার আর বাজিয়ের দল মিলে মিশে একাকার...
আমরাও তখন আনন্দে উদ্বলিত
ব্লগাররা সরগরম করে রাখছেন পুরো চত্ত্বর। ফলে টিভির ক্যামরাও ব্লগারদের দিকে।
নোবিতা রিফু এই সুযোগে একেবারে ক্যামেরার সামনে....পেক পেক পেক
কিন্তু আমাদের চেতনা সমুজ্জ্বল, আমিনুর কি সে কথাই ভাবছে?
কিংবা তন্ময়?
এই চেতনাকে সাথে নিয়েই আমরা রওনা দিলাম শহীদ মিনারের দিকে।
ওখানে পৌছতে পৌছতে আমাদের দেখা হল সাইকেল আরোহী দলের সাথে, চিৎকার আর উল্লাসে হল শুভেচ্ছা বিনিময়
আমরা ব্লগার আমরা আমাদের স্বাধীনতার চেতনাকে, মুক্তি চেতনাকে বৃথা যেতে দেব না।
বিজয়ের মাসে ব্লগারদের দাবী যুদ্ধাপরাধীদের বিচার এই মাটিতেই হবে
এরপর আমরা ফিরে গিয়েছিলাম পাবলিক লাইব্রেরীতে, ব্লগ দিবস নিয়ে আলোচনা হল। আমরা ভলান্টিয়ার টিমও গঠন করলাম। আর এর পরই শুরু হল ব্যক্তিগত ফটোসেশন। ব্লগারদের কাছে প্রশ্ন, এবার বলুন নিচের ব্লগার কে কে? এদের মধ্যে একজন কিন্তু নব্যবিবাহিত।
আমি কিন্তু ভুলেও এই লোকের কথা বলি নাই।
এই পোলাটা কান্নাকাটি কইরা ক্যামেরার সামনে পিছনে কি ছুটাছুটিটাই না করল কি যেন নাম?
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭