এক নদীর কাছে, এক অপরাহ্নের কাছে
কথা ছিল যাবার।
যেখানে এখনও, দিন গড়িয়ে গড়িয়ে
বিষাদ আর আরক্তিম কোলাহলে হারায়।
যেখানে এখনও তুমি দাড়িয়ে থাক,
কিসের অপেক্ষায় নিজেই গেছ ভুলে!
তবু কি এক অভ্যাসে
অপেক্ষাটা রয়ে গেছে আজও!
তেমন গোধূলী আলোয়, আমি ফিরে যাব ভাবি
নক্ষত্রের আলোয়, গহীন গোপনে
আমরা ফের ফিরে পাব আমাদের স্বপ্ন-সাধ
ইচ্ছে, আকাংখা, প্রেম, দ্রোহ, মুক্তি!!!