বুকের মাঝে খামছে থাকে কিসের কষ্ট?
কোন বিচ্ছেদ তো কোথাও নাই, তবে?
একটা কুড়ে ঘর দূরে কোথাও,
একটা অচেনা অনুভব,
একটা গান,
অকারন একটা সুদূর নদীর ছলছল, একটা ধুলোমাখা করুণ বিকেল,
বিস্মৃতির শহর,
একদল বর্ণমালা,
একটা অন্য শহরের কোলাহল,
নির্জনতা, মৃত্যু
প্রিয়তম কন্যা, জননী, জায়া, ভগ্নী,
জনক,
একটা মৃত্যু, কান্না, অভিমান...
কোথাও কিচ্ছু নেই,
পরিপূর্ণ হয়েও কোথায় এই শূণ্যতা!
যেন কোথাও কিছু নেই।