ব্যাপারটা এইবার সম্ভবত লিমিট ছাড়িয়ে গেল । আমার মতে এখন ভিকারুন্নেসার সব শিক্ষকের উচিত অনির্দিষ্টকালের জন্য সবকিছু বন্ধ করে দেয়া , ভীতি নিয়ে শিক্ষাদান চলতে পারেনা । আগামীতে তো মনে হয়না কেউ আর নকল ধরার মত দুঃসাহস দেখাবে , প্রশ্নফাঁসের মত ব্যাপারও তাহলে আর থাকবেনা ।
শিক্ষাব্যবস্হা একদিনে বদলে দেয়ার মত অনেক লেখাই ফেসবুকে দেখলাম, সবাই সব কিছু একদিনে বদলে দিতে চায় । সবাই নিজেদের বাপ-মা কেমন ছিল সেটা ভুলে গেছে, ফেসবুকে আমরা সবাই মহান ।
নকল করার পর ধরা খেয়ে এই কারনে যদি আমার বাবাকে স্কুলে যেতে হত আমি জানি তার জন্য সুইসাইড না করলেও আমাকে আমার বাপ আধমরা করে ফেলত বাসায় এসে সাথে সাথেই , সাথে সাথে বাসায় আসতে না পারলে বলত বদমাইশ তুই বাসায় যা , আজকে তোর একদিন কি আমার একদিন । ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখে যা বুঝলাম, তাদের মতন মহান পরিবেশে আমি বড় হতে পারিনি । আমার সামনে তখন থাকত তিনটি অপশান- আধমরা হওয়া, বাসা থেকে পালিয়ে যাওয়া অথবা সুইসাইড করা । ঐ পরিস্হিতিতে কি করতাম সেটা এখন ভেবে কাজ নেই.........
বাংলা ট্রিবিউনের মত একটা পেপার চমক দেখানোর জন্য রিপোর্ট করল অরিত্রির বাবা প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চেয়েছেন অথচ ভিডিও দেখে এমন কিছুই দেখলামনা , এমনকি তাদের কথা বার্তাও যে খুব একটা উচ্চস্বরে হয়েছে সেটাও মনে হলনা ।
বাংলাদেশের শিক্ষাব্যবস্হা একদিনে ইউরোপ আমেরিকার মত হবেনা , এইটা আপনে মানেন আর না মানেন , স্বপ্ন দেখতে পারেন । আমাদের শিক্ষা ব্যবস্হা কেমন আমরা সবাই জানি, এটা দিনে দিনে এমন হয়েছে , একদিনে না । আমাদের শিক্ষকরা ছাত্রছাত্রী দের কুত্তার মতন পেটাতে পারেন আবার সন্তানের মতন আদরও করতে পারেন । পেটানোর ব্যাপারটাও একদিনে হয়নি, আমাদের বাবা-মা রাই গিয়ে বলে এসেছেন স্যার প্রানটা থাকলেই হবে বাকি হাড্ডি মাংস সব এক করে দিলেও ক্ষতি নেই । প্রতিদিন এমন কথা শুনতে শুনতে আর ছাত্রছাত্রীদের আচরনে (আমার স্কুলের পোলাপান এর বিটলামি লিখতে গেলে উপন্যাস হবে) শিক্ষকরা মাইরটাকেই হয়ত বেছে নিয়েছিলেন ।
আর বাবা মাকে অপমান করেছেন - এইটাত আমাদের জাতিগত স্বভাব । নিজের ওজন না থাকলে, ভালো রেফারেন্স না থাকলে এইদেশে আপনাকে দুই পয়সার দাম কে দিবে ?? আর যে মেয়ে নকল করেছে আমাদের নরমাল সাইকোলজি (জাতি হিসেবে আমরা এমনই) বলে স্কুলে তার বাবা মাকে দুই কথা শোনানোর মাঝেত দোষের কিছু থাকার কথা না ।
আগামীতে জিপিএ-৫ এর জন্য আর প্রশ্ন ফাঁসের দরকার পরবেনা , কারন নকল ধরার সাহস রাখবে এমন শিক্ষকইত খুঁজে পাওয়া যাবেনা ।
আমরা সবাই একটা ছবির মতন সুন্দর দেশ চাই । কিন্তু তার জন্য সবাইকে যে আচরন নীতিমালা মেনে চলতে হবে তা মানতে কি আমরা ইচ্ছুক !!!