দশ বছর আগের সেই দিনটির কথা এখনও মনে আছে , প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, প্রথম বাংলা ব্লগ সাইট সামহ্যোয়ার ইন এর যাত্রা শুরু। ব্লগ শব্দটাও সেই প্রথম শোনা বলতে গেলে, গুগল এ সার্চ দিয়ে জানলাম ব্লগ মানে আসলে কি ! পেইজে গেলাম, দেখলাম লোকজন গল্প কবিতা লিখছে, তেমন কিছু না বুঝেই রেজিষ্ট্রেশন করলাম, বাংলা লিখতে পারিনা, তাই নিজের নামটি লেখার সময় আকার এর বদলে দাঁড়ি দিতে বাধ্য হলাম, আজও সে অবস্হায়ই আছে নামটা । বেকার জীবনে কেটে যাচ্ছিল সময়, যেহেতু বাংলা লিখতে পারিনা তাই অন্যদের লেখা পড়েই দিন কাটত । এরপর ফোনেটিকে মাউস দিয়ে ক্লিক করে করে আস্তে আস্তে লেখা শুরু করলাম, একটা লেখা লিখতে লেগে যেত অনেক সময়, যাক এক সময় ধীরে ধীরে বাংলা লেখাটাও শিখে ফেললাম । ।
এই শুরুর পর আজ দশটা বছর কেটে গেছে । ব্লগেই তৈরি হয়ে গিয়েছিল একগাদা প্রিয় মুখ, যাদের অনেকের সাথে এখন ভার্চুয়াল যোগাযগ থাকলে সেই প্রিয় মুখগুলো এখন আর ব্লগে নেই । কেন নেই সে আসলে এক বিশাল ইতিহাস । স্বল্প পরিসরে সেটা লিখে শেষ হবার নয় । ব্লগ যেহেতু একটা মননশীল মাধ্যম, তাই সবার হয়ত ধারনা ছিল উন্নত চিন্তা ভাবনার মানুষগুলোই এখানে আসে । ধীরে ধীরে সে ভুল ভাংগে সবার । ব্লাগাররা কেউ আসলে এই সমাজের বাইরের কেউ নয়, রক্ত মাংসে মানুষ, রক্ত মাংসের মানুষের মতই তাদের কার্যকলাপ । একটা সমাজে যেমন যেমন মানুষ থাকে , ব্লগেও ঠিক তাই । তাই ব্লগারদের নিয়ে বেশী উচ্চ আশা কিংবা ধারনার কোনটারই যুক্তি নেই । তবে আশার কথা বেশীরভাগ ব্লগারই ভাল মানুষ, ব্যক্তিজীবনে তাদের অনেকের সাথে সম্পর্কটা আমি উপভোগ করি । অনেকের সাথে খুব ভাল সখ্যতা, এটাই ব্লগ থেকে অনেক বড় প্রাপ্তি , অনেকগুলো ভাল মানুষের দেখা পাওয়া জীবনে ।
একটা সময় ব্লগ ছিল জীবনের বিশাল একটা অংশ, প্রতিদিনের রুটিনে যার ছিল উপস্হিতি । ব্লগে না আসতে পারলে মনে হত কি না কি মিস হয়ে গেল । জানার কোন শেষ নাই আর জানার জন্য ব্লগ ছিল বিশাল একটা সোর্স । নিজেকে জানা, দেশকে জানা, নানা রকম তথ্য জানা । ব্লগে আমি মূলত ছবি শেয়ার করতাম, সহ ব্লগারদের উতসাহে আমার বাংলাদেশ ঘোরাটা হয়ে গেছে খুব ভাল ভাবে । এক একটা নতুন জায়গায় যেতাম আর সেটা ব্লগে এসে শেয়ার করতাম । নিজে ঘুরে নিজের তোলা ছবি দিয়ে বাংলাদেশের প্রায় সবগুলো পর্যটন স্হানের একটা সংকলন আমার নিজের প্রিয় ব্লগ গুলোর একটি । সুন্দরবন থেকে আমিই প্রথম ব্লগিং করি, যেহেতু কেউ এর আগে দাবী করে নাই । । ব্লগে লেখা ছোট গল্পগুলো নিয়ে বইমেলাতে আমার একটা গল্প সংকলন ও বের হয়েছিল । সত্যি বলতে প্রথম পাঁচবছর ব্লগ জীবনের সাথে উতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল । ব্লগে নিজের জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ ঘটনাটার দিনলিপি লিখতে পারা ছিল একটা বিশাল ব্যাপার। আমার ছেলের আগমনের সময়কার সব কিছু এই ব্লগে লিপিবদ্ধ করে রেখেছিলাম ।
নানা ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে সময় দেয়া কমে গিয়েছিল , যেটা এখন কেবল মাঝে মাঝে উপস্হিতি জানান দেয়ার পর্যায়ে চলে গেছে । মিস করি সে সময়গুলোকে, সে সময়ের মানুষগুলোকে । ব্যর্থতা হল নতুন ব্লগারদের সাথে তেমন সখ্যতা নেই, সেটা তৈরির জন্য যথাযথ সময় দেয়া হয়নি বলেই ।
মাঝে মাঝে ইচ্ছা করে আবার আগের মত শুরু করি ব্লগিং, নিজের জন্য কিছু সময় । ইচ্ছাটা এখন ও অটুট । দশ বছর বিশাল একটা সময়, কৃতজ্ঞতা তাদের কাছে যারা সহ ব্লগার হিসেবে ছিলেন, সময়টুকু আনন্দময় করে রেখেছিলন । শুভকামনা নতুনদের প্রতি যারা ব্লগটাকে এখনও চালিয়ে নিয়ে যাচ্ছেন । সামু টিমকে শুধু ধন্যবাদ দিলে কম হবে, এমন একটা প্ল্যাটফর্ম এর জন্য, না হলে কখনো লেখালেখি হত কিনা জানিনা, এতগুলা মানুষের দেখাও পাওয়া হতোনা এই জীবনে................
চলতে থাকুক ব্লগিং,নিজেকে ধরে রাখার এই প্ল্যাটফর্ম । । শুভকামনা সবার জন্য । ।
সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত
বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন
আমাদের তুই (To The Child)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০