[
প্রিয় লেখক হুমায়ুন আহমেদ কে জন্মদিনের শুভেচ্ছা । । প্রজাপতি যেমন তার বর্ণচ্ছটায় আমাদেরকে মুগ্ধ করে প্রতিনিয়ত তেমনি পরম করুণাময়ের কাছে কামনা করি হুমায়ুন আহমেদ ও যেন তার বর্ণিল লেখনী দিয়ে আমাদেরকে আরো অনেকদিন মুগ্ধ করে রাখতে পারেন !!!!
]
তৃতীয় বারের মাথায় দেখা পেলাম খাঁচায় বন্দি প্রজাপতির । চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এক টুকরো জমির উপরে গড়ে উঠেছে ছোট্ট একটি প্রজাপতি পার্ক । এর আগে একবার বাবা-মা বউ সহ গিয়ে দেখলাম সেখানে কি একটা অনুষ্ঠান চলছে, তাই ঢোকা হলনা, তারপর বন্ধু জামিল মিঠু মনির সহ আরেকবার গেলাম, সেবার ও সন্ধ্যা হয়ে যাওয়ায় হলনা। বারবার এই ব্যর্থতা বিরক্তিকর পর্যায়ে চলে গিয়েছিল, কি এমন জিনিস আছে আল্লাহই জানে আর আমরা একবারও দেখতে পারছিনা। শেষমেষ ঈদের আগের দিন বন্ধু মিঠু আর রায়হান সহ আবার গেলাম সেই পথে- পণ ছিল এইবার না দেখতে পারলে আর কখনোই যাবনা !!!!! আমাদের পণের কারনেই হয়ত এবার ভাগ্য সুপ্রসন্য হল- বাটারফ্লাই পার্ক এর দরজা খোলাই পেলাম- টিকেট কেটে সোজা ভেতরে।
ভাবনায় ছিল বিশাল রকম একটা কালেকশন থাকবে নানা রকম রং বেরং এর প্রজাপতির । ঢুকেই হালকা হতাশ হলাম মাত্র একটি খাঁচা দেখে। তবুও দেশে এমন একটা জিনিস আছে এই বা কম কি- বুনো প্রজাপতিগুলোকে একত্র করা হয়েছে আমাদের দেখার জন্য। কালেকশন ও যে খুব বেশী তা না..................
স্টাফ করা প্রজাপতির ও কিছু শোকেস আছে । । চাইলে হয়ত আগামীতে এটাকে আরো অনেক বেশী আকর্ষনীয় করে তোলা সম্ভব, আশা করি নির্মাতারাও তাই করবেন ।