২০১০ বিশ্বকাপ আসছে আর আমরা ধরতে গেলে উনমাদ হয়ে কে কোন দলের সাপোর্ট করবো তা নিয়ে অনেক বারাবারি শুরু করেদিয়েছি। পতাকা উরানো আর ব্রাজিল আরজেন্টিনা করতে করতে আমরাতো পুরাই হট হইয় জাইতেছি। বিশ্বকাপ কে নিবে আর না নিবে তা নিয়া আমরা বেহুস। মজার কথা হইল পতাকা নিয়া আমরা যে বারাবারি করতেছি তা কি উচিত। ব্রাজিল , আরজেন্টিনার কোন খেলোয়ার আমাদের বাংলাদেশ চিনে কিনা তা আমি জানি না। মনে হয় তাদের এতো সময় নাই। কিন্তু আমরা তাদের ভালো করেই চিনি। শুধু তাই না তাদের পরিবার সম্পর্কেও হয়তো জানি। কিন্তু আমার কথা তা না। আমরা ফুটবল ভালবাসি তাই ফুটবল সাপোর্ট করতেই পারি। কিন্তু এইভাবে? সারা দেশের এমন কোন বাড়ীর ছাদ নাই যে তার উপর কোন না কোন দেশের পতাকা নাই। আমি বলবনা সাপোর্ট করবেন না। সাপোর্ট অবশ্যাই করবেন। কিন্তু পতাকা উরেয়ে কেন? আর কি কোন উপায় নাই? আমরা কি আমাদের দেশের ইজ্জত বলিদান করে দিয়ে অন্য দেশের পতাকা উরিয়ে সাপোর্ট করবো? বিশ্বের অন্য কোন দেশে আমাদের মত সাপোর্টার আছে কিণা আমি জানি না। তবে আমাদের মত নাই এইটা আমি নিচ্শিত।
আমি পতাকা উরিয়ে কোন দেশের সাপোর্ট করাটা মেনে নিতে পারি না। আমাদের দেশের সরকার তথা অনেক বুদ্ধিজিবিরা আছেন যারা দেশের জন্য কাজ করেন, ওনেক সমস্যা নিয়ে কথা বলেন, মিডিয়া, এরা কি কিছুই চোখে দেখেন না। বিশ্বকাপ শেষেও হয়তো পতাকা গুলো উরানো অবস্থায় থাকবে। এ ব্যপারে কি কেউ কিছু করবে না। আসলে আমরা সবাই চোখ থাকতেও অন্ধ।
আমি ব্রাজিলের সমর্থক। আমি ব্রাজিলের সকল খেলোয়ারদের জানি। কিন্তু পতাকা উরাই নাই। বলবেন তোমার ইচ্ছা। হ্যা আমার ইচ্ছা। আমি একজন অন্ধ ভক্ত। আমাকে কি তারা জানে আমি কেমন ভক্ত? কি আমার পরিচয়? আমার দেশ কি? তারা হয়তো কিছুই জানে না। তাতে কি আমি তাদের ই সাপোর্ট করবো। কিন্তু কখনই আমার দেশের সম্মান নস্ট করে তাদের পতাকা উরাবো না। এতে যে যা বলেন আমার কিছু যায় আসে না।
আসুন ফুটবল ভালবাসি ...... ফুটবলারদের ভালবাসি.......ব্রাজিল কে ভালোবাসি......ফুটবল ভক্তদের ভালোবাসি.......এবং নিজের দেশকেও ভালোবাশি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:৫১