আমাদের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল পর্যন্ত একটা পালা sorry sorry দিন বদলের পালা নামক ব্যাপারে বলেছেন , বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। আমরা আসলে এক কথায় বুঝতে পেরেছি যে, তিনি দেশের একটা কিছু অবশ্যই করবেন। আমাদের দেশ ডিজিটাল হবে ....
আমাদের দেশ ডিজিটাল হোক বা না হোক, দেশের তো কিছু একটা হবে?
আসলে আমার কথা এটা না। কিছু যখন হবে তখন দেখা যাবে যে আসলে কি হয়েছে। আমার কথা হল এই ডিজিটাল (DIGITAL) শব্দ টাকে নিয়ে।
এই ডিজিটাল শব্দের প্রকৃত বাংলা শব্দ কি? এর অর্থ কি আসলে? ডিজিটাল শব্দ দিয়ে আমরা কি বুঝি?
এই ডিজিটাল শব্দটি এসেছে ডিজিট (digit) থেকে। ডিজিট শব্দের অর্থ সংখ্যা। সুতরাং ডিজিটাল শব্দের অর্থ সংখ্যাতাত্বিক বা সংখ্যা বাহিত। সংখ্যা দিয়ে কোনকিছু করা হলেই আমরা এক কথায় ডিজিটাল বলতে পারি। অর্থাৎ সংখ্যা প্রকাশের মাধ্যম। এই ডিজিটাল এর বিপরীত শব্দ হচ্ছে এনালগ(analogue)। এর অর্থও সংখ্যা বিষয়ক। তবে ডিজিটাল এবং এনালগ এর পার্থক্য হচ্ছে ডিজিটাল কমপিউটারাইজড আর এনালগ কমপিউটারাইজড না। এই হচ্ছে মোটামুটি ডিজিটাল আর এনালগ এর শাব্দিক অর্থ। আমার কথা হচ্ছে শেখ হাসিনা এই ডিজিটাল কথাটি দিয়ে কি বুঝালেন। তিনি কি আমাদেল একটি computerised bangladesh উপহার দিতে চাচ্ছেন?
বিগত সরকারের আমলে একটি কথা আমরা প্রায়ই শুনতাম। যে দেশ উন্নয়নের জোয়ারে ভেসে বন্যা হয়ে যাচ্ছে। তবে এখন কি আমাদের দেশ computer এর জোয়ারে ভাসবে?
পরিশেষে, দেশে computer জোয়ার হলেই দেশ চলবে না সাথে সাথে তার ব্যাবহারকারীরও দরকার হবে। আর একটি কথা শুধূ digital and computer এইসব দিয়েই কি হবে নাকি কিছুটা উন্নয়ন করতে হবে?