সনাতনী ধর্ম সমন্ধ্যে একটা বেপার হল
সবাই এই ধর্ম বেপারে জানে।
একটু বেশিই জানে।
দেখাগেলো যাই জানে আরো অর্ধেক্টা নিজে জানায়। জানাইয়া এক্সেটেনশনে অমুক তমুক ধর্ম গ্রন্থ পৃষ্টা এতো মানে, যে যেমনে মন চায় এমনেই লাগাইয়া দিল। বানিয়া দিল একটা গরম গরম উইকিপিডিয়া মন্ডিত গুগলময় ইউটিউবিত রেফারেন্স ।
এখন সমস্যা হল সনাতনে ২ ধরনের লোক আছে
যারা ধর্ম গ্রন্থের আইডিয়া রাখে
আর কিছু সংখ্যক আছে বেদ,গীতা,পুরান,উপনিষদ এই ৪/৫টা শব্দ ছাড়া অন্য কোনো আইডিয়াই রাখে না
অনেক আছে গীতার ১ টা পেইজ উল্টায়াও দেখে নাই।
এখন যারা এইসব গ্রন্থ নিয়া আইডিয়াই নাই তাদের কে এই সব ধুম ধারাক্কা রেফারেন্স দিয়া দিলে মানবে কি মানবে না এইটা নিয়াইই দিধ্বায় পড়ে যায়! শেষ মেশে তথা কথিত গুগুলের রেফারেন্স দেখলেই এক প্রকার মাইন্নাই নেয়।
আর যারা আইডিয়া রাখে তারাও দিদ্ধায় পড়ে যায় কারন সনাতন ধর্মের এতো গ্রন্থ কইত্তে কি রেফারেন্স দিল হিসাবি মিলাইয়া পায় না