প্রতিটি ঈদেই প্রায় হিন্দু পরিবারের রান্নাঘরেই সেমাই, মাংস রান্না হয়!
উপলক্ষ্য ঈদ!
পাশের বাড়ির মুসলিম পরিবারটি তার পাশের বাড়ির হিন্দু পরিবারে ঈদের দিনে পাঠায় ঈদের খাবার!
দাওয়াত নিমন্ত্রণ থাকে প্রতিটি ঈদ পুজায়...
হোক ঈদ হোক পূজা!
প্রতিটি সাম্প্রদায়িক অনুষ্ঠানে বাঙ্গালি মিশে আছে অসাম্প্রদায়িক ভাবে!
কারন বাঙালির ধর্ম যার যার কিন্তু ঊৎসবটা সবার!
ঈদের খুশিতে গাইছি পূজার খুশিতে নাচ্ছি.....
কিন্তু জানি না হুট করেই
সাম্প্রদায়িকতার উস্কানি আসে কোথা থেকে। ওরা কারা যাদের বিষাক্ত ছোবল এ বিষিয়ে তুলে সহজ সরল বাঙালি মন।
জেগে তুলে অসাম্প্রদায়িকতার পশু!!!
এম্ন সোনার বাংলা গড়ার প্রত্যয় তো কোনো বাঙালিই রাখে না!
আসুন ঈদে কোরাবনি দেই মনের ভেতরের সাম্প্রদায়িকতার পশুটাকে!
এই বাংলায় কোনো উৎসবি ছিল না হিন্দুয়ানি ছিলনা ইসলামি !
প্রতিটি ঈদ পূজা হোক অসাম্প্রদায়িক।
নামাজ পড়বো আমি দোয়া চাইবো প্রতিটি বাঙালির জন্য
অঞ্জলি দিবো আমি প্রার্থনা করবো প্রতিটি বাঙালির জন্য
গড়ে তুলি এই দেশটাকে একটা চিরসুখি পরিবার......
ঈদ মোবারক
ভাল কাটুক আমাদের ঈদ