আজ মেলর্বোনের ক্রিকেট গ্রাউন্ডে কুত কুত খেলা হচ্ছে পাকিস্তান বনাম অমুক অথবা ভারত বনাম তমুক কিংবা ভারত বনাম পাকিস্তান । আর এই কুত কুত টুর্নামেন্টে বাংলাদেশও অংশগ্রহন করবে..
তো আপনি আজ পাকিস্তানের অথবা ভারত সার্পোট করলেন তো নির্ঘাত জীবনের সবচেয়ে বড় পাপ কাজটি করলেন !
আজ আপনি পাকিস্তানের সার্পোটার অথবা এই দেশের কোনো ভালো খেলোয়াড়ের গুনগান করলেন তো আপনি আজ থেকে রাজাকার , আলবদর , পাক হানাদার , ছাগু যা আছে সব !
আবার ভারত সার্পোটের ক্ষেত্রেও একি সংলাপ হয়ে গেলেন আপনি ভারতের দালাল ,মালুর বাচ্চা ,হেন তেন, অমুক তমুক !
আপনি যতই আপনার দেশকে ভালবাসুন কিংবা দেশের জন্য যত কিছুই করুন আপনি এসবি !!কারন আপনি আপনার পছন্দের টিমকে সার্পোট করছেন ! কারন আপনি যে ভাল খেলে তার সার্পোট করেছেন !
:
:
:
ভাই থামরে এইবার থাম !
কেন এতো চিল্লাস !
যে এই দুই দেশের সার্পোট করে তাদের কাছ থেকে কি কখনো কোনো সময় শুনসিলা কিংবা দেখেসিলা যে তারা বলসে বাংলাদেশ এখেলা পারে না কিংবা বাংলাদেশ এখেলার যোগ্য না ! কিংবা এদেশের হয়েও সে এদেশেরে সার্পোট করেনা ! সেটা যেমনি খেলুক যতটুকি খেলুক !
হ্যা জানি !! কখনো দেখো নাই বা শুনোও না !
নাকি নিজের পছন্দের টিমকে সার্পোট করাটাও দোষ ?
নাকি এখানেও রাজনীতি ?
পৃথিবীর কেউ কখনো ভুল করেও লিখতে পারেনা যে সে তার নিজ দেশে কে ভালবাসে না । আর আমরা তো বাঙালি ; যারা দেশ আর ভাষার জন্য এক সাগর রক্ত দিয়েও আর এক সাগর রক্ত দেয়ার জন্য তৈরি ছিলাম । আর আমরা তো তাদেরি বংশধর !
আরে মিয়া নিজের বয়ফ্রেন্ডের/গার্লফ্রেন্ডের হাগু করাটাও তো ভালবাসো যত লাত্থি গুতাই দেক ! আর সে জায়াগায় এটা তো দেশ !
তাইলে কেন সুইয়ের নিতাম্ব দিয়া কুড়াল ঢুকাইতাসো ? তাইলে কেন বাঙালি হয়ে আরেক বাঙালিরে দোষারোপ কইরা বাঁশ দিয়া যাইতাসো ?
দেশের মানুষরেই ভালবাসো না আবার দেশ ভক্তি দেখাও ? চুলকায় ?
তবে একটা কথা !লজিক দাড়া করাইলে হাজার লক্ষ কোটি লজিক দাড়া করানো যায় ।
কিন্তু পরিশেষে এটাই কথা ; যে দেশের নুন খেয়েছি সে দেশের সাথে বেইমানি করতে পারবো না । তোমার মত এই দেশটা আমারো । যেমনি হোক যতটুকুই হোক সে ততটুকুই আমার গর্ব । হোক এটা সাম্প্রদায়িক দেশ কিংবা অসাম্প্রদায়িক দেশ ।
আর যদি ওই দুই দেশের মানুষের প্রতি এতোই ঘৃনা থাকে তো !!
ওই দুই দেশের কোনো পযর্টক কিংবা যে কেউ !! যে কেউ আমার দেশে আসলে তাকে দেখা মাত্রই সে মুহুর্তেই সে স্থানেই কোনো কথা হবে না সরাসরি খেইচ্চা মাইর দিয়া প্যাক কইরা তার দেশে ফেরত পাঠাইয়া দিও !