প্রতিভাত হয়, প্রতি স্পন্দনে,
দূরে কোথায় কে যেন ডেকে যায় মোরে!
অতি দূর
ধোঁয়াশায় ঘেরা, ঘোর তমিস্রায়!
কে যেন রোজ কহে, আরো কাছে আয়।
দিবস রজনী,
ক্ষনে ক্ষনে কে যেন যায় ধ্বনি-প্রতিধ্বনি।
হৃদয় গহনে বেজে যায় প্রিয় শব্দ মাদুলী
প্রিয় বলে কেহ যেন যায় উচ্চারি!
মোর হিয়ারও মধ্যি পড়ে গভীর টান!
ক্ষনে ক্ষনে নিয়ত, কে যেন কাড়িয়া নেয় প্রাণ।
আকুল তিয়াসে, প্রাণের স্বকাশে,
কে যেন মৃদু ক্ষনে ক্ষনে হাসে,
গহীনতর আবেশে জড়ায়ে রাখে মম অন্তর প্রাণ।
তাহারে ছুতেই চাইয়া খসিয়া পড়ে মান।
মোর হৃদে বসতি তাহার, আমাতে তাহার বাস!
ছুতে গেলেই ঘোর তিমির,
বাড়ে বেদন, লাজ, পরিহাস।
ছবি কৃতজ্ঞতা : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:১১