অসীমের পথে তুমি যতটা দৃষ্টিগোচর!
হে নীলাভ জল,
হে স্বচ্ছ অমৃত!
ফেনিল উর্মিমালায় নিখাদ প্রেম করোনা অগোচর।
জন্মান্তর যদি মিথ্যের অবয়ব আড়াল করে সব!
ছায়া হয়ে থেকে যায় যদি নিরন্তর পাশাপাশি থাকার অমোঘ তৃষ্ণা।
যুগান্তরের তটরেখায় যদি নেমে আসে ক্ষনিক বিরাম,
যদি নামে কিছু ঝড় ঝঞ্চাট!
যদি না হয় আর কভু কথা।
আর যদি না হয় কোন কালে দেখা।
হে বিক্ষুব্ধ তরঙ্গ,
হে স্বর্পিল নিনাদ,
তবে কি মিথ্যে হয়ে যাবে এই ক্ষনিক দেখা?
তবে কি অগোচরে থেকে যাবে আলোকের বন্দনা?
তবে কি মহাকাল বহে বেড়াবে ওসব এলোমেলো স্মৃতিকথা?
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১