অতীত ফেরানোর রাত কেটে গেছে বর্তমানে!
জুজু ভাঙ্গার মত উচ্ছাসে ভেস্তে গেছে সমস্ত বিষাদ।
ধ্রুব,
এমন রাত্রির কি বারবার ফিরে আসে?
বারবার ডেকে যায় প্রিয়তর কন্ঠ স্বরে?
প্রিয়দের সাথে?
উল্লাসের রাত্রিরে?
স্বাগত আর বিদায়ের সন্ধিক্ষনে?
যখন,
অশ্রু বদলে যায় হাসিতে,
ক্লান্তি বদলে যায় পরিতৃপ্তিতে!
অন্ধকার ভেদ করে নব আলোক।
উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তিমির ভাঙ্গা ভূলোক!
কোন ভবিষ্যত দর্শী জানান দিতে পারবে?
এমন প্রিয়দের
কভু ভুলা যায়?
কভু ভুলা যাবে?
ছবি: নেট
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪