শত কোটি আলোক বর্ষ দূরের আলোকের নক্ষত্র বীথি!
জানান দাও অন্তহীন জিজ্ঞাসা নিশিতের,
ডুবে আছে যত ব্যবচ্ছেদহীন প্রলয় গহীনতর তিমিরে।
সব পিছুটানে সমাপ্তির দাড়ি টেনে
কখনো কোন পথিক জানান দিতে পেরেছে
ভবিতব্য প্রশান্ত নিশিতের?
পরম সমাপ্তিরেখায়,
কুয়াশাচ্ছন্ন নগরী কভু কি আর ভেসে যায় প্রচ্ছন্ন রোদ্দুরে?
প্রলয়ংকারী ঝড়ের বেগে
কভু কি শরতী আকাশ মেঘ ছায়ার খেলায় মেতে উঠে পূর্ণ উচ্ছাসে?
দাড়িটানের প্রান্ত সীমায়,
জন্ম নিয়েছে কখনো কোন উজ্জ্বলতর আলোকবর্তিকা?
সমস্ত বিগ্রহ চূর্ন করে নেমেছে কভু এক রাত্রি জোৎস্নার হাট?
শত শব্দ ভেস্তে গেলে,
ঢেকে গেলে আলোক পৃথিবীসম তিমিরে,
প্রচ্ছন্ন প্রভাত ফিরেছে কভু এই আলো আঁধারের ভূলোকে?
ছবি কৃতিত্ব : অন্তজাল
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২