তাপে খরায় পুড়ে যায় সমস্ত অস্থি শিরা উপশিরা।
মগজ পোড়া গন্ধ ছড়িয়ে যায় নগরীর প্রতিটি কোণে কোণে!
ধ্রুব,
তোমার হাতেও কি ওসব ছাই চিরকুট হয়ে পৌছে?
বিরাম দিয়ে দিয়ে এঁকে যায় মগজ পোড়া ব্যর্থতা?
ধমনী জুড়ে বিষাক্ত লোভান,
দরজার চৌকাঠ ঠুকে যাওয়া পরিযায়ীর মত,
ঠুকে ঠুকে যায় অলিন্দ নিলয়ের মধ্যিখান!
বিভোর প্রণয়ক্ষন জুড়ে
কখনো কি ক্যানভাসে এঁকে ছিলে নীলাভ আকাশ?
তাপ খরার এই প্রহরের প্রচ্ছদ জুড়ে নয়ত কেন লেপ্টে আছে নীল একরাশ?
আদি অন্তের শূন্যস্থান ভরে উঠেছে যত কলরবে!
যত মিথ্যের বেসাতি ছুয়ে গেছে আঙ্গুল,
অন্তহীন তাপ খরায় দগ্ধ পথিক,
ছুড়ে দিয়েছে প্রশ্নবান
বিভোর প্রণয়ক্ষন তবে কেবলই কি ভুল?
ছবি কৃতিত্ব : নেট
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮