বিজয় দিবসে,
স্বাধীনতা মানে রাত ১২ টায় পুষ্পমাল্যের বান ।
স্বাধিনতা মানে ইউ..ও ইউ..ও বাদে দেশত্ববধক গান ।
স্বাধিনতা মানে পার্টি অফিসে দিয়ে যান কিছু চাঁদা।
খেয়ে যাবেন দাদা খিচুড়ি ভুনাটা শেষ হলে পরে রাধা ।
দিবস গুলো এলেই মোরা; নেতাদের খুজে মরি,
সদয় নেতাজি আপনার মোরা; সহযোগিতা কমনা করি ।
চিঠি পাইয়া নেতাজি মোদের বুঝিয়া হইতেন সারা ,
ফিরিয়া যাইবে না খালি হাতে কেহ আপন দলের যারা ।
দেব দেব বলে নেতাজি মোদের দেখান কত আশা,
রাজনীতিটা ব্যাবসা বলেই বিলাস বহুল বাঁচা ।
হাটে-ঘাটে যার এত ইনকাম ছড়াইয়া রয়েছে হায় !!
এত কম দেয়া নেতাজী বলুন আপনার কি শোভা পায় !!
কুরাজনৈতিক-সুশিল সমাজ এক টেবিলেই বসে ,
দিন শেষে কত ধান্দা হল তারই হিসাব কষে ।
কৃষক-শ্রমিক, মজুর-মুটে স্বাধিনতাটা কার ?
সারাদিন ভর ব্যাস্ত যারা যোগাতে আহার !!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮