আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি !
আমাদের ভালো-লাগাগুলো বিতর্কিত হয়ে উঠছে।
আমাদের চোখ ক্রমশ উদাসিন হয়ে উঠছে।
আমাদের স্পর্শগুলো অনুভূতিহীন হয়ে পড়ছে।
আমার কি পরস্পরকে অবিশ্বাস করছি ?
আমাদের কথোপকথনে
ক্রমশ নেমে আসছে সৌজন্যের কুয়াশা।
আমাদের আলিঙ্গনের ভেতর
খচ্ খচ্ কোরে বিঁধছে এক সন্দেহের কাঁচ।
আমাদের চুম্বন
ত্রুমশ শুধু লালাসিক্ত ওষ্ঠের ব্যর্থতা হয়ে উঠছে।
ত্রুমশ শীতল হয়ে পড়ছে আমাদের উদ্দাম ইচ্ছেগুলো।
আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি !
সূর্যাস্তের বিকেলে
পাশাপাশি দুজনের মাঝখানে শুয়ে থাকছে একটি সাপ।
দুজনের উচ্ছল হোন্ডার পেছনে ধাওয়া কোরে আসছে
একটি নীল নেকড়ে।
একটি হাত কেবলই দুদিকে ফিরিয়ে দিচ্ছে দুজনের মুখ।
পরস্পরের দিকে তাকিয়ে আমরা ত্রুমশ অনুতপ্ত হয়ে পড়ছি।
আমরা কি অবিশ্বাস করছি আমাদের ?
আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি ?
আমরা পরস্পরকে অবিশ্বাস করছি কে---
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮