নদী, নারী এবং কবিতা।
একটা নদী ছিল-
নদীর বুকে জল বইত
নারীর বুকের ভালোবাসার মত।
একটা নারী ছিল-
নারীর হৃদয়ে প্রেম ছিল
কবিতার শব্দমালার ছন্দের মত।
একটা কবিতা ছিল-
কবিতার বানী, আবেগ, মর্মস্পর্শীতা
নদীর জলের ঢেউয়ের মত আছড়ে পড়ত
পাঠকের কোমল অন্তরে।
সেই নদী আজ শুকিয়ে গেছে
তার বুকে এখন ধূ ধূ বালুচর-
কষ্টের তীব্র দহন
নারীর মত-
যার অন্তরে শত শত হায়েনার
নিষ্ঠুর উল্লাসে উল্লসিত শব্দ গাথার
সে কবিতা-
যে কবিতা আগামীর কথা বলে না
জরাজীর্ণ ও প্রাগৈতিহাসিক।
যে কবিতা নদীর বুকে বালুচরে
আপন হলি উৎসবে মত্ত।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২