শ্রাবণের বর্ষা রাতে হে প্রিয়-
মনে পরে তোমায়।
জানালা খুলে আকাশ পানে তাকাই
দূর নক্ষত্র নীলিমায়।
বৃষ্টি ঝরছে অঝোর ধারায়।
নিজের ভুবন ছেড়ে পৃথিবীতে নেমে
গড়ছে প্রকৃতির সবুজ ভাণ্ডার
আর আমাকে দিচ্ছে-
একরাশ বেদনা ভরা রাত্রি কিংবা
নির্ঘুম সৃতির বিলুপ্ত সমাহার।
হাজার বর্ষা রাতে হে প্রিয়-
খুঁজে ফিরেছি তোমায়।
ধরা দাওনি তুমি, পালিয়ে গেছ
দূরে বহুদূরে-
রয়ে গেছ শুধুই সৃতির পাতায়।
বৃষ্টির কান্না, আমার কান্না
একাকার হয়ে বাজে রিনঝিন সুরে-
তুমি কি শুনতে পাওনা সে কান্না-
দরজার ওপাশ থেকে কিংবা অন্ধকারে?
আমিতো কাঁদছি ঠিক তোমার জন্যই।
পাবে, একদিন তুমি ঠিকই শুনতে পাবে,
যেদিন হয়তবা আমি আর থাকব না।
সেদিন প্রভাত হবে-
পাখিরা গাইবে ভোরের গান।
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
দেখবে, ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির জল।
তুমি হাত দিয়ে ছুঁয়ে দেখবে-
হয়তবা পা মাড়িয়ে চলে যাবে-
তবুও যেন আমি তোমারই থাকব,
এতদিন যেমন ছিলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮