ইসলাম ধর্ম মানুষের মন-গড়া একটা ধর্ম। অনেক গবেষণা আর চৌর্য-বৃত্তির ফসল হল কুরআন। পুরোটাই ইহুদী ধর্মের কপি-পেস্ট।
খ্রিস্টের জন্মের পর থেকে অনেক গুলা শতক ছিল খ্রিস্ট ধর্মের জয় জয়কার। ৬০০ সালের দিকের কথা, আরব সমাজে ছিল খ্রিস্টান আর মূর্তিপূজক শ্রেণির মানুষেরা। খ্রিস্টানরা যেহেতু ইঞ্জিল/বাইবেল অনুসারে ধর্ম কর্ম পালন করে আসছিল টাই তাদের মত পরিবর্তন করা সহজ হবে না বলেই... ইসলামের নবী মুহাম্মাদ তাই ইহুদিদের তাওরাত থেকে চুরি করে এবং অনেক গবেষণা করে কুরআন লিখলেন।
১৯৪৮ সালের আগে প্রায় ২০০০ বছর ইহুদীরা ছিল ভিটেমাটি হীন। মুহাম্মদ মনে করল ইহুদীরা সংখ্যায় খুবই কম এবং তাদের নিজেদের কোন ভাল অবস্থান নেই তাহলে তাদের টা চুরি করলে কেউ ধরতে পারবে না।
আবার অন্য দিকে আরব সমাজের নেতা হউয়ার বাসনা। যেই কথা সেই কাজ, দীর্ঘ সময় বলতে গেলে অনেক গুলা বছর তিনি হেরা গুহায় তাওরাত নিয়ে গবেষণা করতে লাগলেন। এটা অস্বীকার করা যাই না তিনি অবশ্যয় একজন অনেক বড় কবি এবং জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তাউরাতের লেখা গুলাকে গবেষণামূলক এবং যুগোপযোগী ছন্দে রূপান্তর করেছিলেন।
তার সবথেকে বড় অবদান তিনি নিজেকে শেষ নবী হিসাবে পেশ করেছেন। নিজেকে ধর্মের ব্যবসায় সবথেকে বড় ব্যবসায়ী হিসাবে প্রমাণ করেছেন। আর আগের সকল নবি-রাসুলের ব্যবসাকে বাজেয়াপ্ত করেছেন।
কেন চৌর্য-বৃত্তির ধর্ম ইসলাম টা নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত লিখব...
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১১:২৮