০১ঃ ধর্ম কখনও মানুষের পরিচয় হতে পারে না। আজকার দিনে মানুষ রাজনৈতিক দল গঠন করে, আর আগেকার দিনে করছে ধর্ম গঠন। কালের বিবর্তনে এই ধর্ম আর রাজনৈতিক দল একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে পড়েছে।
সেই প্রাচীন কালে ধর্ম টাই ছিল রাজনীতি আর নবি-রাসুল, পীর-দরবেশ আর আউলিয়ারা ছিল সেই রাজনৈতিক নেতা। নবি-রাসুলগণ সব সময় তাদের সুবিধা মত নিয়ম নীতি তৈরি করে গেছেন আর সবই ছিল ক্ষমতার লোভ।
যেমনটা চলতেছে তাতে করে দেখা যাবে আর কইদিন পরে শেখ হাসিনা তার বাপ মুজিবকে নবী বলে দাবি করে বসবে। আসলে সেই দিন আসার আর বেশি দিন দেরি নাই।
ধর্ম কেন এত রঙ তামাশা? আমরা কেন মানবতাই সেরা ধর্ম বলবো না? আমরা কি পারি না ধর্মের এই মিথ্যা জাল থেকে বেরিয়ে এসে সব কিছুকে ভাল-মন্দ আর ন্যায়-অন্যায় নিয়ে বিচার করতে? ধর্মটা নিতান্তই একটা জন্মগত পরিচয়। আপনি সঠিক আর সত্যের পথে চলুন তার পর বলুন কোন ধর্মের হিসাবে আপনি মন্দ।
আমাদের দেশে কিছু অজ্ঞ এবং গোঁড়া ব্যক্তির মূর্খতার ফসল হল আজকের এই খুন-খারাবি। এটা অস্বীকার করা যাইনা আমাদের বর্তমান একদলীয় গণতান্ত্রিক ফাসিস্ট সরকার জঙ্গিবাদ নামক জুজুর সুবিধা নিয়ে নিজেদের ক্ষমতাকে আজীবন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যা করে চলেছে অথবা হত্যাকারীদেরকে সুযোগ করে দিয়েছে।
মোটামুটি সকল বিদেশি রাষ্ট্রের ধারনা আওয়ামীলীগ কাটমোল্লাদের বিরুদ্ধে, আর অন্য দিকে বিএনপি এবং জামাতকে ধারনা করা হয় তাদের পক্ষে। আর আমাদের এরশাদ চাচা এবং তার দলকে বিবেচনা করা হয় গৃহপালিত বিরোধী দল হিসাবে, ঠিক যেমনটি আছে চীনা কম্যুনিস্ট পার্টিতে-; দুধ-ভাত বিরোধী দল।
শেখ হাসিনা আজ সমগ্র বিশ্বের কাছে প্রমাণের দ্বারপ্রান্তে যে সে আছে বলে দেশ এখনো টিকে আছে তা না হলে এত দিনে আফগান হয়ে যেত। যদিও সরকারি সুবিধারতে করা এই সব খুন খারাবি আর তার পরিকল্পনা সবই প্রতিবেশী দাদাদের পরিকল্পনা। .....................চলবে ।।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১১:২৬