আজ যে সময় স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে এত বকবকানি, ঠিক সেই সময় আমি ফিরে গেলাম বঙ্গভঙ্গ থেকে পাকিস্তান-ভঙ্গ (1905-1971)তথাকথিত স্বাধীন বাংলাদেশ (স্বাধীন বললে-ও স্বাধীন না, দুর্নীতি আর অব্যাস্থাপনায় বিপর্যস্ত ) পর্যন্ত। যখন পড়ি তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক আর খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী... ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী !!! যখন দেখি আজকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আর সেই জিনিসটা শুরু করে দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তখন আমি অবাক হই। বাঙালি আন্দোলন সংগ্রামে বিশ্বাসী, বাঙ্গালী জানে কিভাবে অধিকার আদায় করতে হয়। কিন্তু খুব এ দুঃখ জনক হলে ও এইটা সত্যি যে বাঙ্গালী জানে না কোনটা তাদের জন্য ভাল আর কোনটা খারাপ। স্বাধীনতা ভাল কিন্তু স্বাধীনতার নামে মুষ্টিমেয় কিছু ভণ্ডের কাছে পরাধীন থাকা বাঙ্গালী জাতির জন্য সত্যিই অপমানজনক। আর যখন দেখি পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পাকিস্তান-চীন সম্পর্ক শুরু করে দিয়ে গেছিলেন একজন বাঙ্গালী, তখন আমি আর একবার ভাবি... আর সেই পুরান ইতিহাস গুলা ঘেঁটে দেখি আসলে বেপার টা কি???
৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্রনীতি পড়েছি। আর এখন দুনিয়ার অনেক বড় বড় মামুর বেটার কাছে পরতেছি। যা বুঝলাম... আমরা আসলেই বকা...অনেক বোকা !!!!
আসলে বাংলাদেশের জন্মটা একটা ষড়যন্ত্র। আর যেটা করেছিল ইন্দিরা-মুজিব। কারণ হল----- যখন আপনার পশ্চাৎ-দেশে সিদ্ধ ডিম ঢুকানো থাকে থিক সেই সময় একটু সাবধানে নড়াচড়া করতে হয়। তা না হলে ডিম যদি ভেঙ্গে যায় আপনার পশ্চাৎ-দেশের ভিতর বুঝতেই পারছেন বেপারটা কি হবে ...!!! আসল কাজ হল ডিমটাকে বের করে দূরে সরাই রাখা। ওইটাই নিরাপদ।
বাংলাদেশ ছিল ভারতের পশ্চাৎ-দেশে ঢুকানো পাকিস্তানের সিদ্ধ-ডিম...?(what the fuck??)
কিভাবে ষড়যন্ত্র???
আমি দশ বছর ছাত্রলীগ করেছি ---ওই যে মান্না ভাই তার মত বলা চলে। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কিন্তু ----
আমি আবেগ দিয়ে চলি না...বন্ধু ফুয়াদ বলেছিল আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা কর। ওই রকম আর কি। বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম বঙ্গবন্ধু যে স্বাধীন সোনার-বাংলা দিতে চেয়েছিলেন আমরা তা নেই নাই। আমরা নিয়েছি চোরের-বাংলা। আমি জানি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে সবথেকে ভাল। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়েছে কিন্তু বেঈমান বাঙ্গালী জাতি তার প্রতিদান হিসাবে তাকে আর তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। আমি বলি কি... বাঙ্গালী জাতি স্বাধীনতা পাবার যোগ্য না। রাগ হচ্ছে তাই না?? রাগ হবার এ কথা বাঙ্গালী জাতির বিরুদ্ধে এত বড় কথা?? বেয়াদব-বেত্তমিজ
আরে ভাই যে লোক তোদের স্বাধীনতা এনে দিল তরা তাকেই মেরে ফেললি। আমি কোন হনু রে??
আসল কথায় আসি।
মনে আছে ১৯৬৬ তে ৬ দফা
১৯৬৮ তে আগরতলা বড়যন্ত্র (ষড়যন্ত্র) মামলা। এইটাই স্বাধীনতার বড়যন্ত্র।
১৯৬৯ তে গণ- অভ্যুতান
১৯৭০ নির্বাচন --- পূর্ব- পাকিস্তানে ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসনে আওয়ামীলীগের জয়লাভ। ওরে বাবা বলে কি ??
কিন্তু হলো না। শালার বেটা আইয়ুব খান ছাড়ল কিন্তু সম্বন্ধীর বেটা ইয়াহিয়া খান... দখল করে বসলো।
যাই হোক অনেক লাশ-শহীদ আর খুন খারাবি ১৯৭১ এ ৯ মাস যুদ্ধের পর স্বাধীনতা এনে দিল। কিন্তু কেন?? মাত্র ৯মাস?? কেন বছর এর পর বছর না।
কারণ ৩ ডিসেম্বের ১৯৭১- ১৬ ডিসেম্বর ১৯৭১ ভারত-বাংলা মিত্র বাহিনী।
যাই হোক আমরা স্বাধীন জাতি।
কিন্তু বঙ্গবন্ধু যে ইন্দিরা আপার সাথে সাড়ে-ষড়যন্ত্র করেছিলেন পাকিস্তান ভাঙ্গার জন্য এইটা আপনি কিভাবে অস্বীকার করবেন??
পাকিস্তানিরা ভুল করেছিল, অনেক বড় ভুল। আরে ভাই ইতিহাস সবসময় বিজিতের দ্বারা লেখা হয়। আপনি কিভাবে মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়ে ভাল হয়েছে??
তবে পাকিস্তানিদের হাতে নির্যাতিত হবার থেকে নিজের দেশি লোকের হাতে হউয়া টা একটু ভাল সেই হিসাবে আমরা ভাল আছি।
কিন্তু চিন্তা করে দেখেন 44 বছর পর শেখ হাসিনা অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী তাহলে কেমন হত?
আরে ভাই ছাগল দিয়ে হাল চাষ হয় না। স্বাধীনতা পূর্ব সময়ে আমাদের বাঙ্গালী জাতি ছিল মূর্খ আর মাথা মোটা। আজ পাকিস্তান হল ভাগ, বাংলাদেশ হল স্বাধীন। বলা চলে বাংলাদেশ হল ভারতের একটা বাজার, আর মাদকের ব্যবহারকারি। আজকে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে সাধিনভাবে চিন্তা করতে হবে।
আজকে আমরা যখন স্বাধীন, আমরা যখন সার্বভৌম তখন কেন সেই পুরান অপসক্তি আমাদের রুখে দেবে? আমরা কেন শান্তিতে থাকতে পারব না???
কি অপরাধ করেছি আমি?? কি অপরাধ করেছে বাংলার মানুষ??