আজ যারা নামাজ আদায় করেছেন, হুজুর খুতবায় কি টপিকে হেদায়াতের পথে আনতে চেয়েছে মুসুল্লীদের? আমি মসজিদে যাবার সময় হুজুর কে বলতে শুনেছি 'আফগানিস্তানে তালেবানের(ইসলামিক) শাসনে কীভাবে অর্থনীতি চাঙা হচ্ছে,সে আলোচনা মুদ্রার মান বেড়েছে, আমেরিকান সৈন্য বিদায় হবার পর। অপরাধ কমে গেছে,আফিম চাষ বাদ দিয়ে আপেল চাষ বেড়েছে। শুধুই শান্তি আর শান্তি। দেশে ইসলামীক অর্থব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তা আছে কিনা হুজুর মুসুল্রীদের জানাতে চেয়েছে আর কি!!
অন্য মসজিদে শুনি, শিক্ষাব্যবস্থায় ইসলামের আইন,কোরান,হাদীস বাধ্যতামূলক করা এবং ইসলামী শানসনতন্ত্রের জন্য লড়াই করা মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করার আহবান; স্পেসেফিক দল মেনশন দেননি, আপনাদের যাদের সাথে ভালো লাগে তাদের সাথে থাকুন, তবে পতাকাটা ইসলামের হতে হবে।
আপনাদের মসজিদে কি টপিক ছিলো?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৬