রুশ বিপ্লবের জনক লেনিনের দেহ এখনো বিভিন্ন সাইন্টেফিক মেথড ব্যবহার করে সংরক্ষণ করে রাখা আছে ; তবে তার সব মুরাল,ভার্স্বর্য মোটামুটি ভেঙে ফেলা হয়েছে। শেখ হাসিনা পদত্যাগের দিন বিজয় মিছিলে সম্ভবত বাসায় কোনো পুরুষ মানুষ ছিলো না, সবাই রাস্তায় নেমে জনসমুদ্র বানিয়েছিলো। আমিও মানুষের সাথে তাল মিলিয়ে হাটতে হাটতে গিয়ে দেখি ' ৪০ ফুট শেখ মুজিবের ভার্স্কর্যে অলরেডি জুতার মালা পড়ানো হয়ে গেছে, ভারী যন্ত্র অর্ডার করা হয়েছে,যেকোনো সময় ফেলে দিবে। ঠিক তখনি মাথায় এলো, ইউক্রেনের কোনো এক শহরে এভাবেই লেনিনের ভার্স্কর্য গুড়িয়ে ফেলা হয়েছিলো, তবে যারা এসব ভেঙেছে তারা সংরক্ষিত বডিতে হামলা চালায়নি,মুজিবের তেমন কিছু থাকলে কি সংরক্ষিত বডি থাকতো? কি মনে হয়?
১৫ আগষ্টের সরকারী ছুটি বাতিল,রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই গান রিপ্লেস হয়ে শোনা যাবে - রাত পোহালেই শোনা যাবে কন্যার কারণে পিতার জলান্জলি।চারদিকে পদত্যাগের উৎসব চলছে, ছাত্র আন্দোলন রাজনৈতিক দলে রুপ নিচ্ছে।ভোট দিতে সমস্যা হবে না আর? শেখ হাসিনা ভারত থেকে বলে উঠে,সেন্টমার্টিন দিলেই ক্ষমতায় থাকতাম,ঐদিকে আমেরিকা বলে আমরা এসব জড়িত নয়। আমাদের এলাকায় থানায় এখনো পুলিশ আসেনি, যারা পুলিশে চাকুরীর জন্য লাইন দিয়েছিলো তারা লাইন ভেঙে ফেলেছে, পুলিশে ভয়ে চাকরী করতে চাইছে না।
১৫ আগষ্ট থাকছে না ; নিশ্চই ১৭ মার্চও থাকবে না। ১৪ এপ্রিল থাকবে বা ১৪ ই ফেব্রুয়ারী? তবে ৫ই আগষ্ট নতুন ছুটির দিন পাস হবে, নাম কি দেয়া হবে?
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩১