একটা জেনারেশন দেশে আন্দোলন ঘটিয়ে সরকার পতন করে ফেললো এবং অভ্যন্তরীণ সরকারে ঢুকে পড়লো। আন্দোলনের সুযোগে দেশে ইসলামের ভার্সন পরিবর্তিত হবার সুযোগ পেয়েছে;ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে সম্ভবত। জাতির পিতা ইব্রাহীম আ: এক্সপ্রেসওয়ে,আজহারীকে প্রধানমন্ত্রী চাই, জাতীয় সংগীত সুরা ফাতিহা চাই - ওরা একটা গ্রুপ ' ঠিক ভিন্ন ভার্সনের ধর্ম আমদানী করতে চাচ্ছে।
অন্যদিকে ওয়াজ -মাহফিলে যারা কথা কন ঠিক না 'ওরা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে জনগণের পালস বুঝে কিছু একটা করতে চাইছে ; দেয়ালে দেয়ালে আরবীর প্রাধান্য, মুর্তি মুূরাল ভেঙে 'আল্লাহর নেমপ্লেট দেখতে পাওয়া গিয়েছে। ইসলামী শাসনতন্ত্র পার্লামেন্ট হয়ে জনগণের হাতে পড়লে বুঝা যাবে।
মডারেট নামের মুসলিমরা তেমন কিছু চাচ্ছে না,গত সরকারের আমলে যেমন ছিলো তাই চাইছে; ধর্মীয়রা মাংসের টুকরো নিয়ে কামড়াকামড়ি করে দেশে কট্ররপন্থীদের উথ্থান থামাতে চাইছে।মুসলিমদেশগুলোতে ধর্মীয়রা দেশকে কীভাবে কোথায় নিয়ে গেছে, সেই সীমিত জ্ঞান কাজে লাগিয়ে পরামর্শক হয়ে উঠছে।
অন্যগ্রুপ ভয় পেয়ে দেশ ছাড়তে চাইছে। সংখ্যালঘুরা দফা নিয়ে মোড়ে মোড়ে ভিড় বাড়াচ্ছে।ভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে আর্মির তত্ত্বাবধানে আরামে থাকতে চাইছে।কথা হলো, জ্ঞানী ব্লগারগণ দেশে কেমন ধর্মীয়দের দেখতে চাচ্ছেন?
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮