গত তিন বছর আগে "ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে" আমার কাছের একজনের বাইপাস সার্জারী করাতে হয়েছিলো এনজিওগ্রাম করার ১ সপ্তাহের মধ্যে। গত কয়েকমাস যাবৎ হার্টের সমস্যা ( হালকা বুকে ব্যাথা,হাটলে গেলে চোয়ালের খিচুনী এটাই আসল সমস্যা ছিলো পূর্বে) দেখা যাওয়ার কারণে বডি চেকআপ করানোর পর ডক্টর আবার এনজিওগ্রাম করতে বলছে যত দ্রুত সম্ভব। আপনারা যারা ব্লগে আছেন, তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন-
: বাইপাস রোগীর সাকসেস রেট কেমন? গড়ে কত বছর তেমন কিছু চোখে পড়ে না?
: বাইপাসের পর আবার এনজিওগ্রাম করলে, সাধারণত কি কি ট্রিটমেন্টে যেতে হয়?
: এনজিওগ্রামের পর ট্রিটমেন্টে কি কি সমস্যা দেখা দেয়?
: এমন রোগী যাদের সাথে আপনি পরিচিত তাদের লাইফস্টাইল সর্ম্পকে তারা কতটুকু সচেতন ছিলো?
হার্ট নিয়ে ডক্টর প্রজাতি বাদে সাধারণ মানুষদের থেকে জানতে চাইলে, ভারত যান, অনেক দিন বাঁচবেন। ব্লগের অনেকেই ভারত থেকে ট্রিটমেন্ট নিয়ে আসা সম্ভবত।আপনারা যতটৃকুই দেখেছেন,সে অনুযায়ী উত্তর দেবার চেষ্টা করবেন। অগ্রীম ধন্যবাদ রইলো।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৩১