-----শালুক-----
শাকিল মাহমুদ সুমন
চলো যাই ভাই বিচিত্র সেই ছোট গায়
যেথায় আছে শালুকের সমারোহ
যেথায় আছে মায়ের আঁচলের গন্ধ
চলো আজ আমরা সবাই সেথায় যাই।
যেখানে ভোরের আলো ফুটতেই দেখা যায়
এক ঝাক কচি শিশু নেমেছে শালুকের খোঁজে
যেখানে দুপুরের কড়া রোদেও ওরা হেটে বেড়ায়
শুধুই শালুকের আশায়।
চলো আমরা আজ সেথায় যাই
যেথায় গেলে মায়ের হাতের শালুক ভাজা খাওয়া যায়।
আজ সেথায়ই যাবো যেথায় রয়েছে সবুজের সমারোহ
যেথায় রয়েছে পথেঘাটে শালুকের খোসা
সত্যিই সেথায় আছে ভালোবাসা।
সেথায় আছে গহীন অরণ্য আরো আছে সুখ
যেথায় আছে মায়া ভরা মায়ের মুখ।
যাবে কি ভাই আমাদের সেই শৈবালের গায়
চলো যাই তাই আমাদের সেই ছোট গায়
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২০