এলোমেলো জীবনে তুমি।
যখন জীবনটা শুধুই এলোমেলো
হাহাকার আর শূন্যতার মাঝে দুলছে
যেন একঝাঁক কাকের সাথে বসবাস
এ বলয় থেকে বের হওয়া যেন একেবারেই অলীক কল্পনা
ঠিক তখনই
তুমি হেসে বললে - আসতো, আমার হাত ধরো!
একটি নিরাসক্ত পৃথিবী।
একটি নিরাসক্ত পৃথিবীতে আমার বাস।
আমার আশেপাশের প্রতিটি জিনিসই সুন্দর
এক অদ্ভূত সুন্দরের মাঝে বেঁচে আছি
নিরাসক্ত হয়ে।
তুমি যদি একবার দেখে যেতে আমাকে!
একসময় আমার মাথার ওপরের ছাতাটি ছিল
আকাশের চেয়েও বড়
যা সারা বিশ্বব্রম্মান্ডকে ছায়া দিতে পারত
অথচ তা দিত শুধু আমাকে।
অথচ
আজ ক্ষুদ্রতর এক ছাতার তলায় বেঁচে আছি।
ভালোবাসার জন্যই...........................
ভালবাসার জন্যই
বেঁচে ছিলাম
আর এখন?
ভালবাসার জন্যই
বেঁচে আছি
কিন্তু প্রাণহীন এক দেহ নিয়ে।
কত্ত ভালবাসা রে!
এই, একটু দাঁড়াও তো, শুনো
আমি শুধু তোমাকেই ভালবাসি।
তোমার পা হতে মাথা পর্যন্ত আমার ভালবাসা
তোমার দু'টো চোখ
চিবুকের একটা কালো রেখা
ডান হাতের কনুইতে একটা লালচে তিল
একরাশ কালো চুল যার অনেকটাই পড়ে গেছে
পবিত্র একখানা মুখ
যে মুখ আমার দিকে চেয়ে থাকে সারাক্ষণ নিঃস্বার্থভাবে
যা আমি জন্মের আগে থেকেই দেখছি
আমার নয়, তোমার জন্মের আগে থেকে
এইসবই আমার ভালবাসা।
তোমার চলার পথ, পথের দু'পাশের সারি সারি গাছ
গাছের শাখা-প্রশাখা সবই আমার ভালবাসা
যে পাখিটা গাছ থেকে উড়ে যাচ্ছে
সেও আমার ভালবাসা নিয়ে যাচ্ছে।
তুমি যদি একঢোক পানিও পান কর
তাই সারা পৃথিবীর পানিই আামার ভালবাসা
তোমার পায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলা লেগে থাকে
তাই সারা পৃথিবীর মাটিই আমার ভালবাসা
তুমি একবার হাসলে পৃথিবীটা হো হো করে হেসে ওঠে
তুমি একবার কাঁদলে কাঁদছিই শুধু আমি।