রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বৃহস্পতিবার অফিস করেননি।
সংশ্লিস্ট দপ্তরের মন্ত্রীর সহকারীকে নিয়ে কেলেঙ্কারির ঘটনার আরেক কুশীলব ইউসুফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তাও জানেন না তার সহকর্মীরা।
কয়েকজন সহকর্মী বলেছেন, ‘শুনেছি তিনি ছুটিতে আছেন।’
রোববার রাতে ইউসুফ আলী মৃধা ঢাকায় যান বলে জানেন তারা।
সোমবার গভীর রাতে ঢাকায় রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুককে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। ইউসুফও ছিলেন ওই গাড়িতে।
ইউসুফ টাকা নিতে ঢাকা এসেছিলেন।
আহারে বেচারা, এক জীবনে বেঁচে থাকতে কত্ত টাকা দরকার।
ইউসুফ ছুটিতে গেল ক্যান জানতে খুব মুঞ্চায়তাছে।
টাকা হারানোর দু:খে নাকি বউ ঠেটানি দিছে।
আইচ্ছা, ছেলে-মেয়েরাও কি বাপের এই ঘৃনীত কাজে লজ্জ্বিত হয় নাই??