বিষন্ন আলোয় এই বাংলাদেশ
এ আমারি সারে ৩ হাত ভূমি...
আমরা ১৬ কোটি বাঙালি, ৩২ কোটি হাত। ১৯৭১ সালে ছিল না ১৬ কোটি মানুষের মেলা, ছিল না আজকের মত এতো নোংরা রাজনীতির চাল। ৯ মাস রক্ত ঝড়িয়ে যে স্বাধীনতা এনেছিল বীরযোদ্ধারা, তা কী আমরা ৩২ কোটি হাতে বেঁধে রাখতে পারবো শেষ পর্যন্ত ??? আমাদের দেশের অবস্থা এতোটাই অধঃপতনে গিয়েছে যে, আজ মায়ানমারের মতো নিরামিষভোজী প্রাণীরাও আমিষের স্বাদ নিতে চায়। কোন দেশের জনগণের মধ্যে কতটা ইউনিটি আছে তা সেই দেশের প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে চীন কিংবা বার্মা জিজ্ঞেস করতে যাবে না... তা প্রমাণ পায় সেই দেশের রাজনৈতিক অবস্থা দেখেই। আর বাংলাদেশের প্রত্যেকটি দল যা যা কাহিনী করে বেড়ায় সেই খবর এই 3G-র যুগে পৃথিবীর যে কোন জায়গায় বসেই পাওয়া যায়। ছোটবেলায় পড়েছিলাম...... এক বৃদ্ধের ৪ ছেলে আছে, তারা সারাদিন নিজেদের মধ্যে বিবাদ করে। তাই গ্রামের লোকজন এই সুযোগে তাদের সম্পদ হাতিয়ে নিতে চায়। বৃদ্ধ ৪টি লাঠি একত্রে বাঁধে.........।
তারপর কী হয় তা আমাদের সবার জানা। আমার মনে হয় আমাদের রাজনৈতিক রুই-কাতলাদের এই শিক্ষণীয় গল্পটি তাবিজের মতন গলায় বেঁধে দেয়া উচিত। দেশে যুদ্ধ লাগবে কি না জানি না। কিন্তু লাগলেও এই দুর্নীতির যুগে আমি-আপনি কিছুটা বেনিফিট পেতে পারি। অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোটা ভুক্ত হবে। আমি এখানে কোন কোটাধারীকে অপমান করছি না। আসলে সিস্টেম এতোটাই খারাপ এই দেশে যেখানে কোটা, মামা-চাচা, কিংবা ডন না হলে কোথাও চাকরি জোটে না, মেলে না অন্য কোন মৌলিক অধিকারও। আজ এই দুর্নীতির জন্যই কেউ কেউ ১০০ ওয়াটের বাল্ব হয়েও ফিউজ। আর কেউবা ০ বাল্ব হয়েও এনার্জি বাল্বের মতোই আলোকিত। দেশের মানুষের যা ১২ টা বাজাইছেন, বাজান। আমরা মূর্খ জনতা। কিন্তু তাই বলে আর দেশের ১২ টা বাজাইয়েন না। দুর্নীতি যুগে না হয় ঠিক মতো খাইতে,শুইতে, পড়তে দিবেন না, কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনটুকুতে দয়া করে নতুন কাউকে ভাগ দিয়েন না। আমরা আমজনতা মরলে আপনাদের কিছু না, ভোটার ১ জন কমলো। কিন্তু তার ব্যাকাপ আছে। দেশকে বাঁচাতে দয়া করে আপনারা এক সাথে হউন, দেশটা তো আপনাদেরও !!!!!!!!!!!!!!!!!!!!!!! ?????????????????
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৩:১২