আপডেটেড এই যুগে মাঝে মাঝে খুব বেশি ব্যাকডেটেড হতে ইচ্ছে হয়, খুঁজে নিতে ইচ্ছে হয় সেই চিরচেনা কিছু মুহূর্তকে।
আমি ব্যাকডেটেড শৈশব বলছি......
তোমার আজ অনেক মর্ডান, ঘরে কত দেশি-বিদেশি চ্যানেল তোমাদের। কিন্তু একটা সময় ছিল যখন তোমরা বসে থাকতে এখনকার যুগের অচল চ্যানেল বিটিভিতে(BTV) । তারও কিছু পরে ETV Bangla নিয়ে। তখন দেখানো হতো হাতে গোনা কিছু ড্রামা সিরিজ এবং কার্টুন। একটি শুক্রবারের অপেক্ষায় বসে থাকতে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে এসব দেখার জন্য। আজ তোমাদের সেই সব দিনে একটু ফিরিয়ে নেব, পারবে তো আজ থেকে ৫/১০/ কিংবা ১২ বছর আগে ফিরে যেতে ??????
(১) যে কার্টুনের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত সেটার নাম কি মনে করিয়ে দিতে হবে ???...হুম, ঠিক তাই, আমি মীনা-রাজু-র কথা বলছি।বিকেলের অর্ধসমাপ্ত খেলা ফেলে ছুটে যেতাম টিভির রুমে।
(২) রাতে ভয়ে এক দৌড়ে ছুটে আসতাম আম্মুর কাছে, শুক্রবারের জনপ্রিয় ড্রামা সিরিজ আলিফ-লায়লা দেখে।
(৩) সোমবারে বিকেলের দিকে দেখাতো ক্যাপ্টেন প্ল্যানেট নামের এই কার্টুনটি। আমার খুব প্রিয় ছিল।
(৪) Popeye আমার খুব প্রিয় ছিল। পারলে টিভির ভিতরে গিয়ে দেখতাম এমন অবস্থা। আমার একজন বড় আপু সেজন্য পপাইয়ের বউ বলে আমাকে ডাকতো।
(৫) ড্রামা সিরিজ নূরজাহান অনেক ভাল লাগতো।
(৬) মিস্টার বিন নিয়ে কি বলবো তার আর অপেক্ষা রাখে না। পেটে খিল লেগে যেতো দেখতে গিয়ে। হাহাহাহাহাহাহা
(৭) টারজান অনেক ভাল লাগতো।
(৮) রবিনহুড আর তার সঙ্গীদের অনেক মিস করি। অসাধারণ একটি প্রোগ্রাম।
(৯) যার একটি পর্বও আমি মিস করতাম না, এতোই ভাল লাগত। The Adventures of Sinbad. Love it. নায়িকা-নায়ক এই দুজনের
জন্য একপ্রকার ফিদা ছিলাম। :p
(১০) Godzilla দেখতে অনেক মজা লাগতো।
(১১)Looney Tunes ভাল লাগতো। খুব মজা লাগত যখন দেখতাম একটি গাছের বীজ মাটিতে দেয়ার কিছুক্ষণ পরই তা থেকে ফল হতো। একটা সিরিঞ্জে করে সার দিত। হিহিহিহিহিহিহিহিহিহি
(১২) Macgyver এর কার্যকলাপ দেখতাম অনেক মন দিয়ে। আমার এত এত প্রিয় একটা ড্রামা।
(১৩) এই কার্টুনটা আমার প্রিয় ছিল না তেমন, একটু বোরিং লাগত। Bananas In Pajamas.
(১৪) Ocean Girl দেখতে ভিন্ন রকমের মজা লাগতো। চলে যেতে ইচ্ছে হতো সমুদ্রে।
(১৫) ভাল লাগলেও কখনও দেখতে চাইতাম না, আবার অনেক বেশি মিস করতাম, ভয় পেতাম, তাও আগ্রহ থেকেই যেত অসাধারণ এই প্রোগ্রামের উপর। The X-Files.
(১৬) হাতেম তাই কখনও মিস করতাম না।
(১৭) আলী বাবা চল্লিশ চোর দেখতে এতোই ভাল লাগত যে প্রায় সব ডায়ালগই মুখস্ত হয়ে যেতো। মিস !!!
(১৮) Samurai X দেখতাম আর চেষ্টা করতাম ঠিক সেভাবে মারামারি করার। কিন্তু পারতাম না।
(১৯) আলাদীন আর তার যাদুর প্রদীপকে নিয়ে দেখতাম অনেক সাজানো স্বপ্ন।
(২০) মোল্লা নাসিরুদ্দিন দেখে অনেক গল্প শিখেছি যা আজও মাঝে মাঝে কাজে লাগে।
(২১) থিফ অব বাগদাদ খুবই পছন্দের ছিল।
(২২) Moogli ভাল লাগতো।
অনেক আগে ফিরে যেতে হল। আরও কিছু চোখের সামনে ঝাপসা হয়ে দেখা দিচ্ছে, মনে করতে পারছি না। যদি কারো মনে থেকে থাকে তাহলে স্মরণ করিয়ে দেবার জন্য অনুরোধ রইলো।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫