সবাইকে ঈদ মোবারক এবং হাম্বার শুভেচ্ছা। ঈদ মানে খুশি। সবারই উচিৎ অন্তত ঈদের দিন মা-বাবার সাথে থাকা। কিন্তু আজকাল একমাত্রিক অনেক পরিবারের ছেলে-মেয়েরা বাবা-মার থেকে আলাদা। অনেক বছর পরও সন্তান তার জন্মদাতা পিতার সাথে দেখা করে না। অনেকে আবার বৃদ্ধ পিতামাতাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে।
দয়া করে মা-বাবাকে বেঁচে থাকা অবস্থায় এভাবে মাটিচাপা দিবেন না। তাদের স্থান আল্লাহ্র পরেই। তাদেরকে অবহেলা না করে যথাযোগ্য মর্যাদা দিয়ে কাছে রাখুন। আর যদি না পারেন তাহলে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলুন, ''মা-বাবা......আমি তোমাদের আর আমার সাথে রাখতে পারছি না। আমার বউ ছেলেমেয়ে আছে। তোমরা আমার কাছে বোঝাস্বরূপ। তাই আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই।''
পিতামাতা মহৎ। তারা তাদের শত কষ্ট হলেও আপনার এতো অমানবিক আবদার মেনে নিবেন হাসি মুখে। হয়ত কষ্টে বালিশচাপা দিয়ে কেঁদে যাবেন রাত-দিন-মাস-বছর। কিন্তু আপনার জন্য বিন্দু পরিমাণ অভিশাপ বা ক্ষোভ তাদের মনে জায়গা নেবে না। কিন্তু আল্লাহ কি আপনার এই অবিচার মেনে নেবে? আপনি কি আদ্যও বেহেশতের মুখ দেখতে পারবেন শতকোটি বছরেও ?
মানবতার মাপকাঠিতে কতোটুকু নিকৃষ্ট আপনি? এ প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থেকে থাকে তাহলেই বুঝতে পারবেন আপনি কত বড় অমানুষ।
আশা করি এ দুঃসাহস করার সাহস কারও কখনও হবে না।
মা-বাবার সাথে সবার ঈদ ভাল কাটুক।