ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১১
পূর্ণমান-৫০
সময়-২ ঘন্টা
(সাধু ও চলিত ভাষার মিশ্রন বর্জনীয়)
১। সংক্ষেপে আলোচনা কর (যে কোন ৩ টি) ৪*৩=১২
(আলোচনা মানে আবার কথা কইস না খাতায় আলোচনা করবি)
ক। সামু কি? ইহা খায় না মাথায় দেয়?
খ। “মডু কোন মোটা ব্যক্তি নয়” ব্যাখ্যা কর।
গ। ছাগু কাহাকে বলে? ছাগু কত প্রকার ও কি কি?
ঘ। স্যার জাকারিয়ার মশারী চক্র চিত্র সহ ব্যাখ্যা কর।
২। বিস্তারিত আলোচনা কর। (যেকোন ২ টি) ৮*২=১৬
ক। ব্লগিও মশা কারা? ব্লগে ইহাদের দৌড়াত্ত্ব পর্যালোচনা কর।
খ। ইসলাম বিরোধী এবং নাস্তিকের মধ্যে পার্থক্য লিখ।
গ। আগে কি সুন্দর ব্লগ লিখিতাম আমরা- ব্যাখ্যা কর।
৩। ব্যাখা লিখ (যেকোন ১ টি) ৬*১=৬
কঃ ওরে ও ছাইয়্যা, কেন থাকিস চাইয়্যা?
খঃ আমি ঘর হইতে বাহির হইনা,
লাগে যে ভীষন ভয়।
তাই নিরাপদে বসি কিবোর্ড চাপি,
ব্লগ করিয়াছি জয়।
৪। এক কথায় প্রকাশ। ৬*১=৬
কঃ ব্লগ লিখেন যিনি।
খঃ তেনাকে উপর্যপুরি যিনি প্যাচান।
গঃ নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি।
ঘঃ প্রথম পাতায় লটকানো যে পোস্ট।
ঙঃ আজাইরা ক্যাচাল এড়ালেন যিনি।
চঃ নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল।
৫। উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরন কর। ৫*১=৫
কঃ _____ এর সহিত মাইনাস।
খঃ চমতকার পোস্ট, ধন্যবাদের সাথে প্লাস এবং সরাসরি_________।
গঃ ১৩ নং মন্তব্যে উত্তম_____।
ঘঃ ছাগুরা ইদানিং যেখানে সেখানে _______ ও _______ করে।
ঙঃ আয় আয় চাঁদ মামা____ দিয়ে যা।
৬। পূর্ণরুপে প্রকাশ কর ৫*১=৫
ভাদা, পাদা, হা হা লু খু প গে, ছাদে গদি, মডু
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৩