দর্শক মন্ডলী আপনাদের শুধাই, একটু শুনেন যদি,
একটু পরেই শুরু হবে শিলাদের কুদাকুদি।
কুদাকুদি দেখতে করেন হাজার টাকা বাজেট,
বেশ বোঝা যায় আপনাদের, ভীষন ভারী পকেট।
তার থেকে যদি কিছু খর্চ, হয় গরীবের জন্য,
কমবেনা ভাই বাড়বে সম্পদ সাথে পাবেন পুন্য।
বিজয়ের মাসে শাহরুখ এলো ভাষার মাসে শীলা,
হে বিধাতা এই জাতীকে স্বাধীনতা কেন দিলা?
ভাষার জণ্য লড়াই করে ছিনিয়ে এনেছি বর্ণ,
হিন্দিভাষার অগ্রাসনে হয়েছে সব আজ চূর্ন।
হে বাঙ্গালী ঘুমিওনা আর বিবেককে দাও নাড়া,
দেশের জন্য প্রান বিলিয়ে ঘুমিয়ে আছেন যারা।
এই কি তাদের স্বপ্ন ছিলো, এই কি ছিল চাওয়া?
এই ভাষা এই স্বাধীনতা অনেক কষ্টে পাওয়া।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৯