হরতাল হরতাল চারিদিকে হরতাল নাম শুনি
সবই গরিবের উপর মরার গাঁ । একজন গরিব যখন না খেয়ে সারাদিন দিনাতিপাত করে, তার ছোট বাচ্ছাটা যখন ক্ষুদার জ্বালায় তার সামনে ছটপট করে, একজন মা/বাবা হয়ে এই দৃশ্যটা দেখতে কেমন লাগে ?
এই দৃশ্যটা যদি আমার বেলায় হয় তাহলে কেমন লাগবে ? এসব ভাবতে মনটা খারাপ হয়ে যায় ।
আমরা সবাই জানি রাজনীতিবিদরা দেশের জন্য কিছুই করে না, শুধু তাদের আখের গোছানো ছারা ।
রাজনীতিকরা কোনদিন গরিবের নিয়ে চিন্তা করে না । সবাই একই রাজনীতি করে । আমেরিকায় হরতাল হয় না, তাই বলে কি তারা আন্দোলন করে না । সব কিছু আমেরিকা থেকে ভাড়া যায়, কিন্তু হরতাল বর্জন করা চলে না । খারাপটা নেয় সবাই ।
আমরা কি হরতাল বর্জন করতে পারি না ? দেশের কথা, গরিবের কথা, দেশের অর্থনৈতিক অবস্হা বিবেচনা করে এসব বাদ দিতে পারি না ?
যে দলই ক্ষমতা যাবে তারা ৫ বছর ক্ষমতা ঠিক মত পালন করতে দিন, জনগণকে মুল্যয়ান করতে দিন । উন্নত বিশ্বে যে হরতাল হয় না, তাদের কি পরবর্তিতে জনগন মুল্যায়ন করে না । কিছুদিন আগে UK নির্বাচন হয়ে গেল, তারা কি পরিবর্তন করে নাই ।
সবার কাছে অনুরুদ হরতালকে সমর্থন করবেন না, সেইটা যে দলের হউক না কেন ।