আমি স্বর্ণলতা হতে চাইনি,
চেয়েছিলাম তোমার সমকক্ষ হতে
চেয়েছিলাম মহীরুহ হতে।
তুমি আমায় দাবিয়ে রেখেছ।
আমি ধ্বংস হতে চাইনি
চেয়েছিলাম তোমার মত বেঁচে থাকতে
তোমায় আঁকড়ে ধরে জীবনের প্রতিটি পরমাণু স্বপ্নকে লালন করতে চেয়েছি।
কিন্তু পারিনি।
আমি পারিনি।
আমি ব্যর্থ ।
আমি মরিনি,
বেঁচে আছি,
আজও আমি নিঃশ্বাস নেই।
তবে জীবিত থেকেও আমি মৃত ।
আমার মৃত্যুপুরীতে শুধু আমার একার রাজত্ব।
কখনো কখনো আমার রাজত্বে হানা দেয় তোমার সৃতিগুলো।
চলে যেতে চেয়েছ, যেতে দিয়েছি ।
তবে মন যে বড় বেসামাল।
হৃদয়ক্ষরণ চলছে,
হয়তো চলবে অনন্তকালের মত।
আর আমিও নশ্বর হতে যেয়েও হবোনা।
ঠিকই টিকে থাকবো তুমিহীন তুমিকে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৫২