শ্রদ্ধেয়া জানা আপু,
সালাম জানবেন। আশা করি ভালো আছেন। ঢাকায় আজকের সকালটা বেশ মিষ্টি ছিলো। নাস্তা করতে করতেই হঠাৎ মনে হলো, ২০২২ সালের এবারের বাংলা ব্লগ দিবসটা একটু জাঁকালো ভাবে করলে কেমন হয়?
যেই ভাবা সেই কাজ। আমি ফোন দিলাম কাভা ভাইকে। তিনি জানালেন যে, নভেম্বরের দিকে এই নিয়ে একটি মিটিং কল করবেন। এই ফাঁকে, আমি আমার ভাবনা শেয়ার করছি-
তারিখ ও সময়ঃ
বাংলা ব্লগ দিবস বিভিন্ন গ্রুপ বিভিন্ন দিনে পালন করে থাকেন। কেউ ১লা ফেব্রুয়ারী, কেউবা ১৬ই ডিসেম্বর। তবে, আমাদের মতো বেশিরভাগ ব্লগারই ১৯শে ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসবে স্বীকৃতি দিয়েছেন। সেজন্যে আমি ১৯শে ডিসেম্বরকে কেন্দ্র করে সারা দিন বাংলা ব্লগ দিবস আয়োজন করতে আগ্রহী।
ভেন্যুঃ
একটু বড় করে ব্লগ দিবস আয়োজন করলে, বাংলা একাডেমী ভবন বা প্রেস ক্লাবের বড় হলে ভেন্যু হিসেবে ভালো মনে হয়। আপনার নিকট থেকে এই ব্যাপারে নির্দেশনা জরুরী।
অনুষ্ঠানসূচিঃ
প্রথমেই বক্তব্য পর্ব। এটাকে যথাসম্ভব ছোট ও মজাদার করা জরুরী। আপনার এবং বিখ্যাত ব্লগারদের অংশগ্রহণ বিশেষ প্রয়োজন। পুরনো ব্লগার বনাম নতুন ব্লগারদের রম্য বিতর্ক অনুষ্ঠানকে বিশেষ আকর্ষনীয় করে তুলবে নিশ্চিত।
সবশেষে একটু জাঁকালো সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান এবং কবিতা-ছড়ার আসর বেশ জমবে।
র্যালিঃ
১৯শে ডিসেম্বরের সকালটা শুরু হতে পারে বিশেষ ভাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলা ব্লগ দিবসকে স্বাগত জানিয়ে একটি র্যালি করতে আগ্রহী।
পিঠা-পুলি’র মেলাঃ
স্টল দিয়ে খাবার আয়োজনে পিঠা-পুলি’র মেলা বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারে।
ব্লগিং নিয়ে কর্মশালাঃ
বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্লগিং কি সেই বিষয়ে একটি কর্মশালা আয়োজন করলে বাংলা ব্লগ প্ল্যাটফর্ম অনেক লাভবান হবে। এজন্যে আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরী।
ইনভাইটেশন কার্ডঃ
দেশ ও দেশের বাইরের প্রতিষ্ঠিত ব্লগার ও শুভানুধ্যায়ীদের ইনভাইটেশন কার্ড দেওয়া গেলে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। এজন্যে একটি আগে ভাগে প্রস্তুতি নিতে হবে।
স্পন্সরঃ
বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ৩ মাস আগে স্পন্সর করা নিয়ে প্ল্যান করে। তাই, এখনই সময় তাদেরকে প্রজেক্ট প্রপোজাল পাঠানোর।
টিশার্ট, ক্রোড়পত্র এবং গিফট আইটেমঃ
ব্লগাররা যারা এসব কিনতে আগ্রহী তাঁদের জন্যে এগুলো করা যাবে। কোন একটি স্টলে এগুলো শাহিয়ে রেখে কাউকে বিক্রির দায়িত্ব দিলে বেশ হবে।
অংশগ্রহণ ফিঃ
ব্লগারদের কাছ থেকে অংশগ্রহণ ফি এবং ডোণেশন নিলে আয়োজনে অনেক সাহায্য হবে।
আয়োজক কমিটিঃ
এই নিয়ে খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখা জরুরী যে, ব্লগারদের বেশির ভাগই চাকুরীজীবী কিংবা ব্যবসায়ী। তাই, তাঁদেরকে সময় বের করে কাজ করতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
ইতি,
শাইয়্যান
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১১