আমার খুব করে বসন্তে যাওয়ার ইচ্ছে করছে,
ইচ্ছে করছে বর্ষায় ভিজতে।
এই গ্রীষ্মের দাবদাহ আমায় পোড়াচ্ছে।
কালো হচ্ছিনা, গলে যাচ্ছি।
গড়াতে পারছিনা পাহাড়ের গা ঘেঁসে
মিলবো না কোন মোহনায়।
আমি তো অশ্বত্থ নই,
জীর্ণতা আমারে এখনো ঘায়েল করেনি বটে
আরশিঘরে দৌড়ে দাড়াই।
অসংখ্য অখন্ড আমি
আজও এক অপার বিস্ময়!
ক্ষুধার জ্বালা,নেশার জোগান
সৌম- স্থির মস্তিষ্ক আমার যৌনতায় কাতর
ক্রমশ বর্ধিষ্ণু ঘাড়ব্যাথা
মুখরিত হাসি অবিচল, হাঁটছি অবিরাম।
শিরদাঁড়া আর মস্তিকে তাপ-সন্তাপ!
রন্ধ্রে হাসিমাখা হিমাগ্নির ছোরাকাটা স্রোত
বিক্ষুব্ধ যন্ত্রণা উচ্চকিত কন্ঠরোধে
ডাকছে আমাকে!
আর বলছে, সুবোধ তুই পালিয়ে যা..