শুরু করে ফেলি সংসার জীবন
ভালোবাসবো, প্রেম করবো, অশান্তি করে
তুমি ছুড়বে হাড়ি-কড়াই, আমি ছুড়বো থালা আর বাসন।
আবার যদি
উথলে ওঠে প্রেম উন্মত্ত কলোকল
হুড়োহুড়ি হুটোপুটি খেলবো ঢেউ এর মাথায়
আমি সৈকতে লালকাঁকড়া, তুমি রৌদ্রস্নান আর জলের মাতন।
সবার মধ্যে থেকেও
হবে চোখে চোখে প্রেম, লুকোচুরি কথা
ওর চোখে দেবো ধুলো, তার চোখে জল আর কাদা
আমি যাদুকর জুয়েল আইচ, তুমি বিপাশা লাগাবো ভেলকি ধাঁধা।
সারারাত্রী জাগরণে
সকালবেলা দেরীতে ঘুম ভেঙ্গে
তাড়াহুড়ো, ব্যস্ততায় চলবে ভীষন ঝুটোপুটি
আমি ভাজবো ডাবল অমলেট আর তুমি দুহাতে বেলবে চারখানা রুটি।
সন্ধ্যেবেলা টিভিতে
যদি দেখি শিলা কি জওয়ানী মার্কা ছাতা
জানি তুমি ল্যাপটপে বসে চৌদ্দগুঠি উদ্ধার করবে আমার
লিখে যাবে কুরুক্ষেত্র মহাকাব্য,ব্লগ জুড়ে তুলকালাম পাতার পর পাতা।
ছুটির দিনে
বন্ধুরা যদি আসে, বসায় তাসের আসর
আমি মাতবো মহাহাস্যে, তুমি চোখ দিয়ে ভস্ম করবে ঘর!
বিদায়ের পর আঁচড়ে কামড়ে ক্রোধি বিড়ালনী তুমি ছিড়বে আমার কাপড়!
ঈদ আসবে পূজো আসবে
আসবে বারো মাসে তেরো পার্বন
আমি আনবো এক হাতে দুহাতে উড়াবে তুমি
তোমার সাথে কাঁটাবো ভয়াবহ ভয়ংকর এক সুখের জীবন!