আগ থেকেই বলেছিলাম প্রধান শিক্ষককে উৎখাত করতে ষড়যন্ত্র হয়েছে।
অতঃপর শ্যামল কান্তি ভক্তকে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের
প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত
এক চিঠিতে এ বরখাস্তের কথা বলা হয়।
সব থেকে মজার বিষয় হল পরিচালনা কমিটির সভাপতির বোনকে নতুন
প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে!!!
ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ তো স্রেফ আইওয়াস, সভাপতির
বোনকে প্রধান শিক্ষক পদে বসানোর দরকার! সুতরাং প্রধান শিখকের নামে
মিথ্যা অভিযোগ দিয়ে তাকে অপদস্ত করে অবশেষে বহিস্কার করা হয়েছে।
আমার সল্প জ্ঞানে যতটুকু জানি প্রথমে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়
আর ৭-১৫ দিন সময় দেওয়া হয়, তারপর সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এখানে
তেমনটি ঘটেনাই! মনে হয়েছে ইচ্ছা হল একজন পদের অধিকারীকে নিমেষেই
পদ ছাড়া করে দিলাম!
আর বাংলার তথাকথিত আবেগ প্রবণ জনগোষ্ঠী এই খুশিতে লুঙ্গি ড্যান্স দিন।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ১২:৪৪