গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মহিলা ব্লগার সহ আমরা বেশ কিছু ব্লগার পদ্মার তীরে বিকাল ৪.০০টায় মিলিত হয়েছিলাম রাজশাহীতে ১৯ ডিসেম্বর ব্লগ ডে কিভাবে পালন করা হবে, সেই বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবার জন্য। এসময় জানা আপুর সঙ্গেও মোবাইল ফোনে এ বিষয় অনেক্ষণ যাবৎ আলোচনা হয়। পরে আমিনুর রহমান ভাইও আমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগ দেন। সব আলোচনার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত নিচে সংক্ষেপে তুলে ধরলাম:
১। আজ ১৮ ডিসেম্বর আমরা রাজশাহীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যানার, ফেস্টুন, পোষ্টার ইত্যাদি হাতে পাবো। আমরা বিকাল ৩.০০টা থেকে বা তার একটু পরে সুবিধাজনক সময়ে (যেহেতু আজ একটা হরতাল রয়েছে) পোষ্টার/স্টিকার ইত্যাদি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে দেবার ব্যবস্থা করবো।
২। বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে একটি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যে, ১৯ তারিখে সামহোয়্যার ইন ব্লগ-এর ব্লগারদের পক্ষ থেকে বিশেষভাবে উদ্যাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যাতে আমরা মিডিয়া কাভারেজ পাই।
৩। জানা আপু জানিয়েছেন যে, আমাদের কর্মকান্ডগুলো ওয়েব সাইটে সরাসরি সম্প্রচার (live streaming) করার ব্যবস্থা করা হবে।
৪। অনিবার্য কারণবশতঃ ১৯ ডিসেম্বর ব্লগ ডে-তে সকাল ১০.০০টার পরিবর্তে দুপুর ২.০০টায় রাজশাহীর আলুপট্টিতে গ্রামীণফোন সেন্টারের সামনে সামুর সমস্ত ব্লগাররা জমায়েত হবেন। দুপুর ২.৩০টায় একটি শোভাযাত্রা/র্যালী রাজশাহী কলেজ অভিমুখে রওয়ানা হবে। সাহেব বাজার জিরো পয়েন্ট অতিক্রম করার সময় আমরা সেখানে ১০/১৫ মিনিট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবো পথযাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য। র্যালি নিয়ে রাজশাহী কলেজের ভেতরে প্রদক্ষিণ করার ইচ্ছাও আমাদের রয়েছে।
৫। র্যালি শেষ করে আমরা পদ্মার তীরে অবস্থিত পদ্মা গার্ডেনে গিয়ে গুরু-গম্ভীর আলোচনা, গল্প-গুজব, গান-বাজনা ইত্যাদি করতে থাকবো।
৬। দুপুরে প্যাকেট লাঞ্চের ব্যবস্থা করা হবে যদি উপস্থিত ব্লগাররা তাঁদের সাধ্য অনুযায়ী কিছু অর্থ প্রদান করতে সম্মত হন। তবে বিষয়টা খুবই জরুরী কিছু নয়। এজন্য সম্মানিত ব্লগারদের উপস্থিতি রহিত হোক, এমনটা আমরা চাইনা।
৭। বিকালে কেক কেটে ব্লগ ডে পালন করা হবে।
৮। এরপর ইউসুফ আলী রিংকূ ভাইয়ের ব্যবস্থাপনায় ব্লগারদের নিয়ে একটি নৌ-বিহারের আয়োজনও থাকছে।
৯। মো. আবু জাফর ভাই জানিয়েছেন যে, সারা দেশের মত রাজশাহীতেও গুগল ব্লগারদের উপস্থিতি জরিপ করবে। গুগল রেটিং-এ বাংলা ভাষার কোন ব্লগ উল্লেখযোগ্য অবস্থান করে নিতে পারেনি। ব্লগারদের উপস্থিতির সাহায্যে গুগল তার রেটিংয়ে সামহোয়্যার ইন ব্লগের অবস্থান পরিবর্তন করতে পারে/ইচ্ছুক।
শুধু রাজশাহী বা বাংলাদেশের অনুষ্ঠান নয়, দেশ-বিদেশের সমস্ত কার্যক্রমই গুগলের ঢাকা অফিসে পাঠানো হবে, যাতে করে আমাদের বাংলা সাইটগুলি আরো শক্ত অবস্থানে আসতে পারে ।
অতএব, সম্মানিত রাজশাহীর ব্লগার ভাই ও বোনেরা, আপনারা এখানে এই পোষ্টে কোন কমেন্ট করেন বা না-ই করেন, ১৯ ডিসেম্বর ২০১২ খ্রি. রোজ বুধবার উপরোক্ত সময়সূচী অনুসারে আমরা আপনাদের সদয় উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনাদের একটুখানি ইচ্ছাশক্তিই পারে রাজশাহীতে সফলভাবে ব্লগ ডে উদযাপন করতে।
যেকোন ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন:
ইউসুফ আলী রিংকূ : ০১৭৬৪০০০৫৪৩
ভুলো মন: ০১৯২২৮০৭৮০৯
মো. আবু জাফর: ০১৭৩৭৬২৯৪২৩
সবাইকে ধন্যবাদ দিবো স্বশরীরে, ব্লগ ডে-তে উপস্থিত হয়ে!!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২২