লিখছি নিকট অতীতের ঘুনে ধরা ইতিহাস!
আধো আলো, আধো অন্ধকারে বিভ্রান্ত যার পটভূমি।
আমি এবং একটি সন্ধ্যা-তারা,
আমি এবং আমাদের বিষণ্ণতারা।
আমরা;
বয়ে যাওয়া সময়ের মত, ক্ষয়ে যাওয়া টিকটিকির লেজের মত!
নৃত্যরত টিকটিকির লেজে ধরা পড়ে বিপুল বিস্ময়;
ধুলোমাখা পর্দায় এসে তার ছায়া পড়ে,
মনে পড়ে। কিছু-কিছু মুখ ভুলা যায়না কিছুতেই।
কিছু-কিছু সুখে ব্যাথা। কিছু কথা শেষ হয়না।
মগজে বসবাস করা অস্পষ্ট নাগরিকেরা;
দাবী আদায়ে সোচ্চার প্রতিবাদী ছায়ারা;
মনের পর্দার দখল নিয়ে অবরোধে বসে!
আমি এবং আমরা। সন্ধ্যাতারা এবং বিষণ্ণতারা।
চারদলীয় ঐক্যজোটে অস্বীকার করি সময়ের দাবী।
ভাবি, অস্পষ্টতাই স্পষ্টতার ইশ্বর!
তাদের সমাবেশ পণ্ড করি কৌশলে;
জনতার প্রশ্নে জবাবদিহী করে বলি:
'ভগবান ডুব দিয়েছে শ্যাওলা-মাখা জলে।'
(শাহজাহান আহমেদ)