লেখার সফটওয়্যার অভ্রের নতুন সংস্করণ ৫.৫।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন এই সংস্করণটি অবমুক্ত করে ‘ভাষা হোক উন্মুক্ত’ শ্লোগানে আত্মপ্রকাশ করা অভ্র এর ডেভেলপার প্রতিষ্ঠান ওমিক্রনল্যাব।
ওমিক্রনল্যাব এর অ্যাডমিন মেহেদী হাসান জানিয়েছেন, নতুন এই সংস্করণে চারটি নতুন স্কিন অন্তর্ভুক্ত করা হয়েছে। দূর করা হয়েছে স্পেল চেকারের শর্টকাট সংক্রান্ত সমস্যা।
বাগ ফিক্স করার পাশাপাশি নতুন এই সংস্করণে কম্প্যাটিবিলিটির প্রতি গুরুত্ব দিয়েছেন এর ডেভেলপাররা। ফলে এটি এখন উইন্ডোজ ২০০০ থেকে ৮.১ পর্যন্ত সবগুলো সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। একইসঙ্গে ব্যবহারবান্ধব করা হয়েছে লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেমেও। পাশাপাশি দূর করা হয়েছে ম্যাক অপারেটিং সিস্টেমে অভ্র ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সময় ইনপুট মেথড পরিবর্তন হয়ে যাওয়ার ক্রুটি।
অভ্র এর নতুন সংস্করণে উন্নয়ন করা হয়েছে এর ইন্টিলিজেন্স অ্যালগরিদমের। ফলে সংখ্যার উপস্থিতির ভিত্তিতে এখন ডট(.) দিয়ে কোথায় দশমিক এবং কোথায় দাঁড়ি হতে পারে অভ্র সেটা আপনাআপনি বুঝতে পারছে। সহজেই ব্যবহার করা যাচ্ছে ওয়েব ব্রাউজার ক্রোমো-তে।
এ ছাড়াও ওয়েব ব্রাউজার ফায়ারফক্সে বাংলা রেন্ডারিং সমস্যার কারণে নতুন সংস্করণে ইন্সটলার থেকে অটোমেটিক ফন্ট ফিক্স করার ধাপটি বাদ দিলেও এতে ফন্ট ফিক্সার দেওয়া আছে। তাই এখন থেকে ইন্সটলের পরে যেকোনো সময় ফন্ট ফিক্সার দিয়ে ডিফল্ট বাংলা ফন্ট পরিবর্তন করা যাবে অনায়াসে।
অভ্র’র নতুন সংস্করণে Photoshop এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা লেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অবশ্য এ জন্য Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে। এজন্য Edit > Preferences > Type… অপশনে গিয়ে Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপতে হবে। তাহলেই অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে।
অভ্র এর ঠিকানা
ukbdnews অবলম্বনে