নতুন বর্ষকে বরণ করতে সেন্ট্রাল লন্ডনের আকাশে ব্যাপক আতশবাজীর প্রদর্শন হয়, আনুমানিক ২.৫ লক্ষ লোকের সমাগম ঘটে টেমস্ নদীর তীরে। ১১মিনিটের এই আতশবাজীর প্রদর্শনীতে বিগবেন ঘড়ির শেষ সেকেন্ডে পুরো শহরের আকাশ এক বন্যাঢ্য রূপ ধারণ করে।
বর্ণময়ঃ রাজধানীকে আলোকিত করা জাঁকজমকপূর্ণ আতশবাজির প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয় টেমস্ নদীর তীরে।
উচ্চাকাঙ্ক্ষীঃ আতশবাজির প্রদর্শনীর আলোকচ্ছটা দেখার জন্য টেমস্ পাড়ে মানুষের ঢল।
সুনির্মিতঃ আকর্ষনীয় আতশবাজির প্রদর্শনীর তুলনায় লন্ডন দৃষ্টিকে ক্ষুদ্র প্রতীয়মান হচ্ছে।
দীপ্তিময়ঃ কেন্দ্রীয় লন্ডনে নতুন বছর উদযাপন কালে আতশবাজীর বিস্ফোরন।
লোকায়তঃ কেন্দ্রীয় লন্ডনের পার্লামেন্টের কাছে টেমস্ নদীর তীরে উৎফুল্ল জনতার জমায়েত।
চিত্তাকর্ষকঃ অবিশ্বাস্য আতশবাজীর প্রদর্শনকালে রাজধানীর আকাশ দিগন্তের পরিবর্তিত রূপ।
উৎসব উদযাপনঃ ঠিক মধ্যরাতের পরপরই বিগবেন থাকা এলিজাবেথ টাওয়ার সহ লন্ডনের আকাশ আতশবাজীর আলোই আলোকিত হয়ে উঠে।
আসরঃ দেশের সবখানে ২০১২সালের অভিভূত সাফল্যের পর ২০১৩ সালকে উদযাপন করতে শহর এবং নগরে মিলিয়ন মিলিয়ন লোকে লোকারন্য হয়ে উঠে।
ব্যস্ততাঃ দৃষ্টিনন্দন আতশবাজীর শো দেখতে ওয়েস্ট মিনিস্টার ব্রিজের কাছে মানুষের ঢল।
স্কটল্যান্ডের আকাশে আতশবাজী
উৎফুল্ল জনতা আতশবাজীর আলোর কণিকা দিয়ে ২০১৩ সংখ্যাটি লিখছে এডিবার্গের হগম্যানে ষ্ট্রীটে নববর্ষ বরণ অনুষ্টানে।
আস্তে আস্তে আতশবাজীর বন্ধ হয়ে আসার দৃশ্য এডিনবার্গের আকাশে।
সংগৃহীতঃ ডেইলী মেইল থেকে।