যে পথিক আমাকে পথ দেখাবে বলে
ছেলে ভোলানো গল্প শুনিয়েছিল
সে এখন নিরুদ্দেশ অথবা নিখোঁজ সংবাদের বিজ্ঞাপন কলামে
একাত্তরের রণাঙ্গনে শেষবারের মতন
একতোড়া ফুল হাতে বিজয়ী সমারোহে
অট্রহেসে বলেছিল ....দেখিস একদিন আমরা
প্রকৃত স্বাধীন হবো
কিন্তু সে স্বাধীনতা তোরা রক্ষা করতে পারবিনা
তারপর বারোটি বছর দেখা নেই সেই যুবকের
হঠাৎ ১৯৮২ সনের ১২ ডিসেবম্বর স্বৈরশাসনের বিরুদ্ধে পল্টনের
জনসভায় ছেড়া ময়লা পোষাকে উস্কো-খুস্কো চুলে হতাসা আর বেদনা ক্লিষ্ট
চেহারায় যেন পথভোলা নাবিকের সদৃশ্য দেখা হয়েছিল
কিছু কুশল বিনিময়ে আর দিনবদলের গল্প জানতে চেয়েছিলাম তার কাছে
নিরুত্তর ছিল খানিকক্ষণ ....তারপর হটাৎ ঐ জনসভার জনঅরন্যে হারিয়ে গিয়েছিল শেষবারের মত ।।
তাং- ১৩-১২-১৯৮৩ সন , ধানমন্ডি, ঢাকা
( নাম প্রকাশে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধার দিনলিপি থেকে সংগৃহীত )