দেয়ালটা উচু ছিল, ডিঙ্গাতে পারিনি।
দেয়ালটা খুবই উচু ছিল, ডিঙ্গানোর সাহস করিনি।
দেয়ালটা উচু ছিল, ওপারটা দেখতে পারিনি।
দেয়ালটা মস্ত উচু ছিল, ওপারটা দেখার ইচ্ছাই জাগেনি।
শ্যাওলাধরা দেয়ালে বিষ ছিল,বাস্প ছিল,দীর্ঘশ্বাসের শব্দ ছিল, চিৎকার করে বাঁচবার আর্তনাদ ছিল।
আদিম সে দেয়ালের কোনাটা জুরে বিষাদের বিষবৃক্ষ ছিল; আঁকরে ছিল পুরো অস্তিত্ব জুড়ে।
শুনেছি, দেয়ালের অপর পাশে সফেদ কোন ব্যানার ছিল; তাতে মুক্তির গান ছিল,
মুষ্টিবদ্ধ হাতের প্রতিকৃতি ছিল।
আবার ফিনকি দিয়ে ছুটে যাওয়া রক্তের দাগ,নিরপরাধ ঘিলু আর বুলেটের গর্ত ছিল;
সভ্যতা নামক অমোঘ বর্বরতার স্পষ্ট ছাপ ছিল-আজ ও আছে..