"...বরং মসি অপেক্ষা অসি বড়!"
২১-০৪-২০১৮
অসি ডাকিয়া কহে,ওহে শোন বিজ্ঞ মসি,
তোর ধারকই আজ মোরে করিছে মহীয়সী!
মসি কহে তাঁর চিরচারিত দম্ভ ভরা স্বরে-
"মোর নত কভূ নাহি তোর চরনের 'পরে!"
ভ্রূকুটি করিয়া অসি জিগায় মসির শানে-
চক্ষু মেলিয়া দেখতো কে আজি তোরে মানে?
তোরে মানিতো একদা দীক্ষা ও সম্মান বলে-
সে দাবী হাড়ায়েছো কবে,সে যে কোন কালে!
তোরে দীপ্ত করিতো যেই প্রাণ,তাতো আজ মৃত,
তোর গৌরব আজ লুণ্ঠিত তাহা তুইও বিস্মৃত!!
চাহি দ্যাখ নিজ রাহে,ভাবিস কি তুই আজোও সপ্রতিভ?
আমারই জয়তু চিতায় আজ তোর গৌরব হইতেছে দাহ।
এ দাহ যে অবিরত,নাই যার কোনো ইতি,
তোর তেজস্বী প্রভূ স্বত্বায় আজ মৌন সে ভীতি।
'রে ভাবিস কি তুই,তোর ক্ষুরধার আজো পায় শাণ?
সে তো শুধু মোর তাবেদারে গাহে তোষামোদি গান!
তোর সেই বলবেগে, দমে ছিনু চিরকাল তোরই ক্রীতদাস,
আজি মোর গৌরবে সেই ঋণ হলো চিরন্তন পরবাস!!
'রে অভাগা,মূক-জরা অতীতের দাম্ভিক মোর বাণী-
তোর মহাজন আজি মোর দ্বারে সদা করে প্রার্থনা পাণি।
আঁখি মেল,চাহি দ্যাখ,তোরে বেড়িছি কি শক্ত শৃঙ্খলে,
দেহ ঝার,লড়ে উঠ,পারিবি কি আর ছুটিতে ইজা দম্ভের বলে?!?
তামাম জাহান ব্যাপি বিস্তার মোর,অপ্রতিরোধ্য আজি আমি,
তাঁবেদারি দাম হেনে তোর মনিবেরে কিনিয়া-বনেছি সফলকামী!!
পরাজিত সেই মসি আড়ষ্ট শৃঙ্খলে শুনে তাঁর ভৃত্যের জয়গান,
মান??সেতো বানীতে গাথা,প্রকাশ্যে সে তো শুধু অপমান!!
অসহায় বন্ধি মসি আর তাঁর প্রভূ আজ করে অন্ধ কুঠরে বসবাস,
পারে না টানিয়া নিতে বুকভরা অনাবিল স্বচ্ছ্ব শ্বাস।
কাঁদিছে চিৎকারে মসি হাড়ায়ে তাঁর অতীতের প্রতাপ,
শপিছে ভীতু মনিবেরে করে,কত রোনাজারি শাপ!
পুনঃ কি পাইবে ফিরে মসি,যা সে হাড়ায়েছে আগে??
অসিরে দমিয়া কি কভূ আনিতে পারিবে যে বাগে!
প্রার্থনা মাঙ্গি কাহিল মসি আজ অবশেষ পাড়ে,
শেষাবধি কোনো সাহসী পারিলো কি আর রাঙ্গাতে তাঁরে?!?!?!?
(টাইপিং মিস্টেকের কারণে বানানে কিছুটা ভুল হয়ে যেতে পারে।এজন্য ক্ষমা প্রার্থী!! )
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২