আপনার মাথা ব্যাথা?
মাথা কেটে ফেলুন তাহলে আর রোগ থাকবে না! আমাদের সহজ সমীকরণ!
বিশ্বজিত হত্যা, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে,
হেলমেট বাহিনী ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে,
কোটা আন্দোলনরে আক্রমন, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।
এবার আবরার হত্যা একই স্লোগান আমাদের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের সবার ধারণা হয়েছে গেছে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে! বাস্তবে তা কখনো হবে না, দীর্ঘদিন ধরে চলে আসা এই সিষ্টেম চাইলে কেউ বন্ধ করতে পারবে না, দলীয় স্বার্থতো আছেই ছাত্ররাও মানবে না।
ধরুন ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেল তাহলে সব ঠিক হয়ে যাবে?
ছাত্র রাজনীতি না থাকলে দেশ ঠিকমত চলবে? এরশাদ সাহেবতো ছাত্ররাজনীতি বন্ধ করেছিলেন তাহলে তাকে হঠানোর জন্য কেন এত আন্দোলন ছিল?
শিক্ষকদের দলীয়করণ বন্ধ হবে? হয়তো বলবেন- শিক্ষকদেরও রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে ক্যাসিনো কেলেংঙ্গারী. টেন্ডারবাজী, চাঁদাবাজীসহ নানান অপকর্মদের জন্য কেন আমরা যুবলীগ বন্ধের দাবি করছি না?
আসলে মূল সমস্যা দিনকে দিন এড়িয়ে যাচ্ছি যার জন্য প্রতিনিয়ত এক একটি গজব আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে আর আমরা সেইটা নিয়ে কিছুদিন হইচই করছি তারপর আবার নতুন গজব আবার সেইটা নিয়ে হইচই।
একটি আত্ন-মর্যাদশীল দেশ, একটি সমৃদ্ধ দেশ, একটি কল্যাণ রাষ্ট্র যদি করতে হয় তাহলে আমাদের দরকার, ন্যায়-বিচার, সু-শাসান, দূর্নীতিমুক্ত প্রশাসন।
ন্যায়-বিচার চান? গনতন্ত্র দরকার
সু-শাসন চান? গনতন্ত্র দরকার
দূর্নীতিমুক্ত প্রশাসন চান? গনতন্ত্র দরকার।
বিশ্বজিত হত্যার বিচার যদি আজ এদেশের মাটিতে সঠিকভাবে হতো তাহলে ছাত্র নামের এই জানোয়ারগুলো আবরারকে মারার আগে একবার হলেও ভাবতো। একটি পরিপূর্ণ গনতন্ত্র রাষ্ট আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে, একদলীয় চিন্তা তা দেখাবে না।
শেষে আবরারে বাবার একটি উক্তি দিয়ে শেষ করছি- আমি আওয়ামলীগ করি, আমার বাবাও আওয়ামলীগ করে কি বুঝলেন এই কথা থেকে?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১