(আমার প্রস্তাবিত "স্যামু প্রাইজ" এর নমুনা)
"নোবেল প্রাইজ" এক লোভনীয় পুরস্কার। সারা পৃথিবী জুড়ে এহার বিশাল নাম-ডাক, যিনি এই লোভনীয় পুরস্কার পেয়েছে তিনিও পৃথিবীতে বেশ সম্মানীত। পৃথিবী জুড়ে ভাল কাজে অবদান রাখা মানুষগুলোর আসল স্বীকৃতি, এখন মনে হয় এই পুরস্কারের মধ্যে লুকিয়ে।
আমাদের এই ব্লগ কমিনিউটিতে অনেক চমৎকার কিছু ব্লগার আছে তারা প্রতিনিয়িত ব্লগে তাদের মহামূল্যবান লেখা প্রকাশ করে এই ব্লগ কমিনিউটিকে বেশ মর্যাদার আসনের নিয়ে যাচ্ছে। কিন্তু বছর শেষে তাদের অবদানের তেমন স্বীকৃত মিলছে না। কিছু কমেন্ট পাচ্ছে উপহার হিসাবে।
ব্লগ কর্তৃপক্ষ চাইলে তাদের মহামূল্যবান কাজের স্বীকৃত হিসাবে "স্যামু প্রাইজ" চালু করতে পারে। বছর শেষে হালকা একটা উপহার। খুব বেশি মনে হয় খরচ পড়বে না।
কয়েকটা ক্যাটাগরিতে এই পুরস্কার করা যেতে পারে--
১) স্যামুর সেরা রাজনীতি কলামিস্ট-২০১৭
২) স্যামুর সেরা গল্পকার-২০১৭
৩) স্যামুর সেরা ছড়াকার-২০১৭
৪) স্যামুর সেরা কবি-২০১৭
৫) স্যামুর সেরা রম্যলেখক-২০১৭
এরকম আরও বেশ কিছু যোগ করা যেতে পারে,
প্রতি বছর ব্লগ দিবসে একটা অনুষ্টান করে পুরস্কার বিতরণের ব্যাবস্থা করলে কেমন হয়?
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬